ব্রাজিলের বিপক্ষে ম্যাচ,আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনার?

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:২৭:১৬ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা!মূলত আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে।

চোটের কারণে আগে থেকে দলে নেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও পাওলো দিবালা।এবার নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না নিকোলাস গঞ্জালেস। ফলে আক্রমণভাগ নিয়ে নতুন এই দুশ্চিন্তায় কোচ লিওনেল স্ক্যালোনি।

শনিবার উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বছর শুরু করে আর্জেন্টিনা। এদিন ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে প্রতিপক্ষের ডিফেন্ডারের মুখে লেগে যায় গঞ্জালেসের বুট। এতে রেফারি বিনা দ্বিধায় তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জেন্টিনা।

আগে থেকেই চোটের কারণে দলে নেই প্রধান তিন ফরোয়ার্ড। তাদের অভাব পূরণ করতে গঞ্জালেসের ওপর ছিল গুরু দায়িত্ব। এবার তার অনুপস্থিতি আর্জেন্টিনার আক্রমণভাগকে আরও দুর্বল করে দিয়েছে। এই অবস্থায় ব্রাজিলের বিপক্ষে স্ক্যালোনি কাকে খেলাবেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

আগামী ২৬ মার্চ ভোরে চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদের মুখোমুখি হবে আলবিসিলেস্তেরা। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। বাকি ৫ ম্যাচে আর ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তারা। আর ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল।

এদিকে ব্রাজিল শিবিরেও সমস্যা কম নয়। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন, মিডফিল্ডার গার্সন এবং নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তাদের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়েভারটন, জোয়াও গোমেজ, এডারসন ও ডিফেন্ডার ভেরালদো। সুপার ক্লাসিকোর আগে দুই দলই পড়েছে দুশ্চিন্তায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ,আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনার?

আপডেট সময় : ০৭:২৭:১৬ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা!মূলত আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে।

চোটের কারণে আগে থেকে দলে নেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও পাওলো দিবালা।এবার নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না নিকোলাস গঞ্জালেস। ফলে আক্রমণভাগ নিয়ে নতুন এই দুশ্চিন্তায় কোচ লিওনেল স্ক্যালোনি।

শনিবার উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বছর শুরু করে আর্জেন্টিনা। এদিন ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে প্রতিপক্ষের ডিফেন্ডারের মুখে লেগে যায় গঞ্জালেসের বুট। এতে রেফারি বিনা দ্বিধায় তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জেন্টিনা।

আগে থেকেই চোটের কারণে দলে নেই প্রধান তিন ফরোয়ার্ড। তাদের অভাব পূরণ করতে গঞ্জালেসের ওপর ছিল গুরু দায়িত্ব। এবার তার অনুপস্থিতি আর্জেন্টিনার আক্রমণভাগকে আরও দুর্বল করে দিয়েছে। এই অবস্থায় ব্রাজিলের বিপক্ষে স্ক্যালোনি কাকে খেলাবেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

আগামী ২৬ মার্চ ভোরে চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদের মুখোমুখি হবে আলবিসিলেস্তেরা। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। বাকি ৫ ম্যাচে আর ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তারা। আর ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল।

এদিকে ব্রাজিল শিবিরেও সমস্যা কম নয়। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন, মিডফিল্ডার গার্সন এবং নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তাদের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়েভারটন, জোয়াও গোমেজ, এডারসন ও ডিফেন্ডার ভেরালদো। সুপার ক্লাসিকোর আগে দুই দলই পড়েছে দুশ্চিন্তায়।