টুখেল যুগে ইংল্যান্ডের প্রথম জয়, অভিষেকে গোল করে লুইস-স্কেলির ইতিহাস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:০৪:০৩ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে। মাইলস লুইস-স্কেলি ও হ্যারি কেইনের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। ইংল্যান্ডের হয়ে ম্যাচের ২০ মিনিটে স্কেলি করেন প্রথম গোল করেন। এর পর ৭৭ মিনিটে স্কোর দ্বিগুন করে হ্যারি কেইন।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার (মার্চ ২১) রাতে ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ডেডলক ভাঙ্গতে ২০ মিনিট সময় নেয় ইংলিশরা। জুড বেলিংহ্যামের ডিফেন্সচেরা পাস থেকে সমর্থকদের উল্লাসে মাতান অভিষিক্ত মাইলস লুইস-স্কেলি।

ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার এখন এই আর্সেনাল ফুল ব্যাক। ১৮ বছর ১৭৬ দিন বয়সে পেছনে ফেলেছেন মার্কাস রাশফোর্ডের রেকর্ড।

বিরতির আগে একাধিক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনদের সাথে আপসোসে পুড়েছেন আরেক অভিষিক্ত ড্যান বার্নও। ৭৭ মিনিটে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন হ্যারি কেইন।

ট্যাগস :

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

টুখেল যুগে ইংল্যান্ডের প্রথম জয়, অভিষেকে গোল করে লুইস-স্কেলির ইতিহাস

আপডেট সময় : ০১:০৪:০৩ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে। মাইলস লুইস-স্কেলি ও হ্যারি কেইনের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। ইংল্যান্ডের হয়ে ম্যাচের ২০ মিনিটে স্কেলি করেন প্রথম গোল করেন। এর পর ৭৭ মিনিটে স্কোর দ্বিগুন করে হ্যারি কেইন।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার (মার্চ ২১) রাতে ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ডেডলক ভাঙ্গতে ২০ মিনিট সময় নেয় ইংলিশরা। জুড বেলিংহ্যামের ডিফেন্সচেরা পাস থেকে সমর্থকদের উল্লাসে মাতান অভিষিক্ত মাইলস লুইস-স্কেলি।

ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার এখন এই আর্সেনাল ফুল ব্যাক। ১৮ বছর ১৭৬ দিন বয়সে পেছনে ফেলেছেন মার্কাস রাশফোর্ডের রেকর্ড।

বিরতির আগে একাধিক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনদের সাথে আপসোসে পুড়েছেন আরেক অভিষিক্ত ড্যান বার্নও। ৭৭ মিনিটে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন হ্যারি কেইন।