ভক্তদের সুখবর দিলেন সাকিব আল হাসান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

দেশের ইতিহাসে সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে এই সাবেক অধিনায়কের বাধা পুরোপুরি কেটে গেছে। তার সামনে তৈরি হয়েছে স্বরূপে ফেরার সুযোগ।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সবধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

সাকিব অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভক্তদের সুখবর দিলেন সাকিব আল হাসান

আপডেট সময় : ১২:২২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দেশের ইতিহাসে সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে এই সাবেক অধিনায়কের বাধা পুরোপুরি কেটে গেছে। তার সামনে তৈরি হয়েছে স্বরূপে ফেরার সুযোগ।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সবধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

সাকিব অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই।