গত বুধবার (১৩ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা। দীর্ঘ ১২০ মিনিটের ধকল কাটানোর সময় না পেয়েই গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে লা লিগার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হয় এমবাপ্পেদের।
যদিও ভিয়ারিয়ালের মাঠ থেকে রিয়াল ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে মাদ্রিদে। তবে ম্যাচে ক্লান্তির ছাপ ফুটে ওঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে। ম্যাচ শেষে আনচেলত্তি স্পষ্টতই অসন্তুষ্ট কণ্ঠে বলেন, ‘৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া এটাই আমাদের শেষ ম্যাচ। এরপর আমরা এমন পরিস্থিতিতে আর খেলব না। লা লিগা কর্তৃপক্ষকে আমরা দুইবার সময় বদলের অনুরোধ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। তবে এটিই ছিল শেষবার।’
ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি প্রয়োজন। তবে যেহেতু লা লিগার সূচি স্পেনের স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত হয় এবং ফিফা সরাসরি এসব ম্যাচের আয়োজক নয়, তাই অনেক সময় এ নিয়ম মানা হয় না।