সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

হঠাৎ ক্ষিপ্ত রিয়াল কোচ, দিলেন ম্যাচ বয়কটের হুমকি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি লা লিগার সূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। চ্যাম্পিয়নস লিগের ক্লান্তি না কাটতেই তাদের আবার লিগ ম্যাচ খেলতে হয়েছে, যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ম্যাচ পুনঃনির্ধারণের অনুরোধ উপেক্ষিত হওয়ায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৭২ ঘণ্টার বিশ্রাম না মিললে তার দল আর মাঠে নামবে না।

গত বুধবার (১৩ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা। দীর্ঘ ১২০ মিনিটের ধকল কাটানোর সময় না পেয়েই গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে লা লিগার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হয় এমবাপ্পেদের।

যদিও ভিয়ারিয়ালের মাঠ থেকে রিয়াল ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে মাদ্রিদে। তবে ম্যাচে ক্লান্তির ছাপ ফুটে ওঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে। ম্যাচ শেষে আনচেলত্তি স্পষ্টতই অসন্তুষ্ট কণ্ঠে বলেন, ‘৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া এটাই আমাদের শেষ ম্যাচ। এরপর আমরা এমন পরিস্থিতিতে আর খেলব না। লা লিগা কর্তৃপক্ষকে আমরা দুইবার সময় বদলের অনুরোধ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। তবে এটিই ছিল শেষবার।’

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি প্রয়োজন। তবে যেহেতু লা লিগার সূচি স্পেনের স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত হয় এবং ফিফা সরাসরি এসব ম্যাচের আয়োজক নয়, তাই অনেক সময় এ নিয়ম মানা হয় না।

রিয়াল মাদ্রিদের কোচের স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি ৭২ ঘণ্টার কম বিশ্রাম পায়, তাহলে দল আর মাঠে নামবে না। এখন দেখার বিষয়, লা লিগা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পরিবর্তন আনে কি না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

হঠাৎ ক্ষিপ্ত রিয়াল কোচ, দিলেন ম্যাচ বয়কটের হুমকি

আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি লা লিগার সূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। চ্যাম্পিয়নস লিগের ক্লান্তি না কাটতেই তাদের আবার লিগ ম্যাচ খেলতে হয়েছে, যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ম্যাচ পুনঃনির্ধারণের অনুরোধ উপেক্ষিত হওয়ায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৭২ ঘণ্টার বিশ্রাম না মিললে তার দল আর মাঠে নামবে না।

গত বুধবার (১৩ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা। দীর্ঘ ১২০ মিনিটের ধকল কাটানোর সময় না পেয়েই গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে লা লিগার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হয় এমবাপ্পেদের।

যদিও ভিয়ারিয়ালের মাঠ থেকে রিয়াল ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে মাদ্রিদে। তবে ম্যাচে ক্লান্তির ছাপ ফুটে ওঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে। ম্যাচ শেষে আনচেলত্তি স্পষ্টতই অসন্তুষ্ট কণ্ঠে বলেন, ‘৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া এটাই আমাদের শেষ ম্যাচ। এরপর আমরা এমন পরিস্থিতিতে আর খেলব না। লা লিগা কর্তৃপক্ষকে আমরা দুইবার সময় বদলের অনুরোধ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। তবে এটিই ছিল শেষবার।’

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি প্রয়োজন। তবে যেহেতু লা লিগার সূচি স্পেনের স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত হয় এবং ফিফা সরাসরি এসব ম্যাচের আয়োজক নয়, তাই অনেক সময় এ নিয়ম মানা হয় না।

রিয়াল মাদ্রিদের কোচের স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি ৭২ ঘণ্টার কম বিশ্রাম পায়, তাহলে দল আর মাঠে নামবে না। এখন দেখার বিষয়, লা লিগা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পরিবর্তন আনে কি না।