জাতীয়

দাবি আদায়ে অনড় আহতরা, ঘোষণা না এলে অবস্থান চলবে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনাসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ১ নম্বর গেটে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিল নিয়ে এসে তারা কার্যালয়ের সামনে বসে পড়েন। সরেজমিনে দেখা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে খোলা জায়গায় অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিচ্ছেন এবং সরকারের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে সমন্বয়ক আরমান হোসেন বলেছেন, তারা আন্দোলনের প্রথম সারির যোদ্ধা এবং তাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে দীর্ঘ সময় অবস্থান নেওয়ার পরও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তিনি দ্রুত সময়ের মধ্যে সরকার পক্ষ থেকে দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান। দাবি উপেক্ষিত হলে তারা সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, আহতদের তালিকা তৈরিতে বর্তমানে যে তিনটি ক্যাটাগরি রয়েছে, তা বাতিল করে দুইটি ক্যাটাগরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে, আহতদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয়

দাবি আদায়ে অনড় আহতরা, ঘোষণা না এলে অবস্থান চলবে

আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনাসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ১ নম্বর গেটে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিল নিয়ে এসে তারা কার্যালয়ের সামনে বসে পড়েন। সরেজমিনে দেখা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে খোলা জায়গায় অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিচ্ছেন এবং সরকারের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে সমন্বয়ক আরমান হোসেন বলেছেন, তারা আন্দোলনের প্রথম সারির যোদ্ধা এবং তাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে দীর্ঘ সময় অবস্থান নেওয়ার পরও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তিনি দ্রুত সময়ের মধ্যে সরকার পক্ষ থেকে দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান। দাবি উপেক্ষিত হলে তারা সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, আহতদের তালিকা তৈরিতে বর্তমানে যে তিনটি ক্যাটাগরি রয়েছে, তা বাতিল করে দুইটি ক্যাটাগরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে, আহতদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।