আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘সাহসিকতায় ছয় বছরে খুবিসাস’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০২০ সালের ২৫ ফেব্রয়ারি এ দিনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) যাত্রা শুরু হয়। শুরুটা মাত্র কয়েক জন সদস্য নিয়ে হলেও নানা চড়াই-উতরাই পেরিয়ে হাঁটিহাঁটি পা পা করে আজ ৬ বছরে পদার্পণ করেছে সংগঠনটি।
আজ সকাল ১০টায় হাদী চত্বর থেকে বণার্ঢ্য এক র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। বেলা সাড়ে ১০টার দিকে অদম্য বাংলা প্রাঙ্গনে আলোচনা সভার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালযের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। শিক্ষা-গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অর্জন, অগ্রগতি ও অবদান গণমাধ্যমে তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, খুবি সাংবাদিক সমিতির কর্মকাণ্ড প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তারা গণমাধ্যমে প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহার ও শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন।
বিশেষ করে কোনো সংবাদের মাধ্যমে যাতে কারও মানহানি না ঘটে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান এবং আগামী এ সংগঠনের বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। এজন্য তাদের লেখনি সবসময় হওয়া উচিত বস্তুনিষ্ঠ। যাতে তাদের করা কোনো সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। উপ-উপাচার্য শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের যে সাফল্য রয়েছে তা গণমাধ্যমে তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, বিগত সরকারের সময় বাক-স্বাধীনতার টুঁটি চেপে ধরা হয়েছিল কিন্তু বর্তমানে দেশের গণমাধ্যম মুক্ত স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ন না হয়, সেজন্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কারও চরিত্রহরণ না করায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় ও আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সভাপতি মোঃ একরামুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে কেক কেটে খুবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।