কচুয়ার মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১২৫নং মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের আয়োজনে ও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে মাতিয়ে তোলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল ইসলাম সিকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী সফিকুর রহমান,বিএনপি নেতা সাহেব আলী সিকদার,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম,ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান সহ আরো অনেকে।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন,শাহীনুর আক্তার,সমাজসেবক আব্দুল মতিন সিকদার,উপজেলা ছাত্রদলের আইসিটি বিষয়ক সম্পাদক ইমরান শাহ,ছাত্রদল নেতা আব্দুল কাদের,মোয়াজ্জেম সিকদার,রাকিব পাটোয়ারী,জাহিদ সিকদার,মাসুম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ প্রথম আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ব্যতিক্রমী আয়োজনে এমন উদ্যোগ নেয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী। তাছাড়া বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অজর্ন ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে বলেন জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি: কচুয়ার মালচোয়া সপ্রাবিতে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ার মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১২৫নং মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের আয়োজনে ও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে মাতিয়ে তোলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল ইসলাম সিকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী সফিকুর রহমান,বিএনপি নেতা সাহেব আলী সিকদার,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম,ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান সহ আরো অনেকে।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন,শাহীনুর আক্তার,সমাজসেবক আব্দুল মতিন সিকদার,উপজেলা ছাত্রদলের আইসিটি বিষয়ক সম্পাদক ইমরান শাহ,ছাত্রদল নেতা আব্দুল কাদের,মোয়াজ্জেম সিকদার,রাকিব পাটোয়ারী,জাহিদ সিকদার,মাসুম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ প্রথম আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ব্যতিক্রমী আয়োজনে এমন উদ্যোগ নেয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী। তাছাড়া বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অজর্ন ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে বলেন জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি: কচুয়ার মালচোয়া সপ্রাবিতে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।