কথা ছিল মধুর ক্যান্টিনে ঘোষণা করা হবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন ছাত্র সংগঠনের নাম। তবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আটকে গেলো শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে। নতুন সংগঠনের নাম ও কমিটিতে কারা থাকছেন, সে বিষয়ে জানা গেলেও এদিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারেনি সংগঠনটি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করার কথা ছিল নতুন ছাত্র সংগঠনের। নতুন সংগঠনের নাম জানা গেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে আহ্বায়ক হিসেবে থাকতে পারেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে থাকতে পারেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির। অন্যদিকে সংগঠনের মুখপাত্র হিসেবে শোনা যাচ্ছে আশরেফা খাতুনের নাম।
জানা গেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।