শিরোনাম :

নতুন দলে অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত: নাহিদ ইসলাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে
নতুন রাজনৈতিক দলে অংশ নেয়ার আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি বলে জানালেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ। এমসময় তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যে আরও দুজন এখনও সরকারে রয়েছেন। তারা মনে করছেন সরকারে তাদের থাকা দরকার। তারা যখন মনে করবেন তখন সরকার থেকে পদত্যাগ করবেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিলো। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি সবসময়। আমলাতান্ত্রিক জটিলতা ছিলো। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি সেখানে পুলিশের আত্মবিশ্বাস কম ছিলো, তবে আমাদের সীমাবদ্ধতা থাকা স্বত্বেও কাজ করেছি।

আমি আশা করবো অন্তর্বর্তী সরকার আগামী দিনে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে সচেষ্ট হবে ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যর পরিস্থিতিও ভালো হবে- যোগ করেন নাহিদ।

ব্রিফ শেষে জাতীয় পতাকা ছাড়া গাড়ি নিয়ে যমুনা থেকে বের হয়ে যান নাহিদ ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ আবু সাইদকে নিয়ে কটুক্তি করায় বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নতুন দলে অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
নতুন রাজনৈতিক দলে অংশ নেয়ার আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি বলে জানালেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ। এমসময় তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যে আরও দুজন এখনও সরকারে রয়েছেন। তারা মনে করছেন সরকারে তাদের থাকা দরকার। তারা যখন মনে করবেন তখন সরকার থেকে পদত্যাগ করবেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিলো। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি সবসময়। আমলাতান্ত্রিক জটিলতা ছিলো। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি সেখানে পুলিশের আত্মবিশ্বাস কম ছিলো, তবে আমাদের সীমাবদ্ধতা থাকা স্বত্বেও কাজ করেছি।

আমি আশা করবো অন্তর্বর্তী সরকার আগামী দিনে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে সচেষ্ট হবে ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যর পরিস্থিতিও ভালো হবে- যোগ করেন নাহিদ।

ব্রিফ শেষে জাতীয় পতাকা ছাড়া গাড়ি নিয়ে যমুনা থেকে বের হয়ে যান নাহিদ ইসলাম।