ইরানের পেট্রলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় আসা চারটি প্রতিষ্ঠান হলো—ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং কসমস লাইনস ইনকরপোরেশন।
এই প্রতিষ্ঠাগুলোর মধ্যে কসমস লাইনস ইনকরপোরেশন সরাসরি ইরানের পেট্রলজাত পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় এসেছে। বাকি তিনটি প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল ও সংশ্লিষ্ট পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত নৌযানের বাণিজ্যিক ও কারিগরি ব্যবস্থাপনায় যুক্ত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ বিষয়ে বলেন, অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর জন্য তহবিল সংগ্রহে ইরান জ্বালানি তেল বিক্রির ওপর নির্ভরশীল। তাই তারা একটি গোপন নেটওয়ার্কের মাধ্যমে পরিবহন, মধ্যস্থতাকারী ও নৌযান পরিচালনার মাধ্যমে তেল বিক্রি বাড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও সতর্ক করেন যে, ইরানের জ্বালানি তেল সরবরাহব্যবস্থার সব ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র তার সব সরঞ্জাম ব্যবহার করবে। তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় যারা ইরানের তেল খাতে কাজ করবে, তারাও ঝুঁকির মুখে পড়বে বলে জানান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, ভারতীয় এই চার প্রতিষ্ঠানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনের বেশ কিছু প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানকেও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ও ইরানিয়ান অয়েল টার্মিনালস কোম্পানির প্রধানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
এর আগেও একাধিক কারণে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগেও মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় চারটি ভারতীয় সংস্থার নাম পাওয়া যায়।