শিরোনাম :

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:

চুয়াডাঙ্গা পৌর শহরে প্রকাশ্যে দিনেদুপুরে বাসস্ট্যান্ডের কুলি মিজানুর রহমান পলাশকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ ৩ নভেম্বর রবিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমী মোর সংলগ্ন একাডেমি হাই স্কুলের সামনে একদল দুর্বৃত্তের দেশীয় অস্ত্রে আহত হয় একাডেমীর মোড় বাসস্ট্যান্ডে কর্মরত কুলি পলাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকে যাত্রী তোলা কে কেন্দ্র করে হাতাহাতি হয় পলাশ এবং নাম না জানা ইজিবাইক চালকের। এক পর্যায়ে ইজি বাইক চালক ৬-৭ জনকে নিয়ে এসে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড.হাসানুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

এ বিষয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.হাসানুর রহমান বলেন, কিছুক্ষণ আগে আমি পলাশ নামের একজনকে আহত অবস্থায় পেয়েছি। তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়েছে। আমরা তাকে ভর্তি রেখেছি এবং সার্বক্ষণিক অবজারভেশনে রেখেছি।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, আমরা কোপাকুপির ঘটনার খবর পেয়েছি। দ্রুতই ঘটনাস্থলে সঙ্গীও ফোর্স গেছে। আহতকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে সময় লাগবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের শিশু জিদান

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

সাকিব আল হাসান:

চুয়াডাঙ্গা পৌর শহরে প্রকাশ্যে দিনেদুপুরে বাসস্ট্যান্ডের কুলি মিজানুর রহমান পলাশকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ ৩ নভেম্বর রবিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমী মোর সংলগ্ন একাডেমি হাই স্কুলের সামনে একদল দুর্বৃত্তের দেশীয় অস্ত্রে আহত হয় একাডেমীর মোড় বাসস্ট্যান্ডে কর্মরত কুলি পলাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকে যাত্রী তোলা কে কেন্দ্র করে হাতাহাতি হয় পলাশ এবং নাম না জানা ইজিবাইক চালকের। এক পর্যায়ে ইজি বাইক চালক ৬-৭ জনকে নিয়ে এসে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড.হাসানুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

এ বিষয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.হাসানুর রহমান বলেন, কিছুক্ষণ আগে আমি পলাশ নামের একজনকে আহত অবস্থায় পেয়েছি। তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়েছে। আমরা তাকে ভর্তি রেখেছি এবং সার্বক্ষণিক অবজারভেশনে রেখেছি।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, আমরা কোপাকুপির ঘটনার খবর পেয়েছি। দ্রুতই ঘটনাস্থলে সঙ্গীও ফোর্স গেছে। আহতকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে সময় লাগবে।