ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) ইউনিয়ন কার্যালয়ে বালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ মানিক মিয়া খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আশরাফের সঞ্চালনায় ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা। ইসলামের প্রদর্শিত পথই পারে মানুষকে মুক্তির দিশা দিতে। অন্য কোনো মতবাদ বা পথ দিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের উৎখাত ঘটেছে। কিন্তু নতুন ফ্যাসিস্ট শক্তির আত্মপ্রকাশ দেশবাসীর জন্য হুমকি। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সজাগ থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, সদর সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান।
সম্মেলনে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্তি করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মানিক মিয়ার খোকন, সহ-সভাপতি মোহাম্মদ কাউসার, সেক্রেটারি মাওলানা আব্দুল হামিমকে মনোনীত করা হয়েছে।
ছবির ক্যাপশন: চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।