নোয়াখালীতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি, এখনো শত শত পরিবার পানিবন্দি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২৫ বার পড়া হয়েছে

নোয়াখালীতে গত কয়েকদিন তেমন বৃষ্টি না হওয়ায় পানি ধীর গতিতে নামলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়িতে শত শত পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। ফলে হাট-বাজারে ব্যবসা-বাণিজ্য ও নিত্য প্রয়োজনে যেতে হলে একমাত্র ভিঙ্গি নৌকাই তাদের সম্বল।

রোববার দুপুরে সরেজমিনে গেলে বেগমগঞ্জের বেশ কিছু এলাকায় এমন চিত্র দেখা যায়।

এবারের বন্যায় জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়ন ও পৌরসভা কবলিত হয়। এর মধ্যে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ সদর কবিরহাট এর কিছু নিচু এলাকায় এখনও অনেকে পানিবন্দি। সেসব এলাকার কিছু মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। অপর দুই উপজেলা কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর পুরোপুরি বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।

এসব এলাকার মানুষ খাল-ভরাট হয়ে যাওয়া, যথাসময়ে পরিষ্কার না করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ট্যাগস :

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

নোয়াখালীতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি, এখনো শত শত পরিবার পানিবন্দি

আপডেট সময় : ০৭:১১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীতে গত কয়েকদিন তেমন বৃষ্টি না হওয়ায় পানি ধীর গতিতে নামলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়িতে শত শত পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। ফলে হাট-বাজারে ব্যবসা-বাণিজ্য ও নিত্য প্রয়োজনে যেতে হলে একমাত্র ভিঙ্গি নৌকাই তাদের সম্বল।

রোববার দুপুরে সরেজমিনে গেলে বেগমগঞ্জের বেশ কিছু এলাকায় এমন চিত্র দেখা যায়।

এবারের বন্যায় জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়ন ও পৌরসভা কবলিত হয়। এর মধ্যে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ সদর কবিরহাট এর কিছু নিচু এলাকায় এখনও অনেকে পানিবন্দি। সেসব এলাকার কিছু মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। অপর দুই উপজেলা কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর পুরোপুরি বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।

এসব এলাকার মানুষ খাল-ভরাট হয়ে যাওয়া, যথাসময়ে পরিষ্কার না করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।