আসন্ন জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন ও চার উপদেষ্টার আগমণকে সামনে রেখে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৬২ ঘন্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৬ জুলাই ২০২৫ শহীদ আবু সাঈদ-এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং “জুলাই শহিদ দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে প্রস্তুতি গ্রহনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১৩ জুলাই ২০২৫ ইং (রবিবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে ১৬ জুলাই ২০২৫ ইং (বুধবার) সকাল ০৯:০০ ঘটিকা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবি’র সকল শিক্ষার্থীকে আই.ডি. কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান করছি।
এক্ষেত্রে নবীন শিক্ষার্থী যারা এখনও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা সব বিভাগীয় প্রধানদের বলে দেব শিক্ষার্থীরা যেন প্রক্টর অফিস থেকে কার্ড নিয়ে নেয়।
তিনি আরো বলেন, যেহেতু জুলাই শহিদ দিবস উপলক্ষে সরকারের চারজন উপদেষ্টা আমাদের ক্যাম্পাসে আসছে। তাদের নিরাপত্তার স্বার্থে এইটা করা। যাতে ক্যাম্পাসে কেউ সমস্যা করতে না পারে। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে কার্ড থাকলে কোন সমস্যা নেই।