বিএনপি-ছাত্রদলের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের নুর ইসলাম নামে এক সক্রিয় কর্মী।
শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নুর ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে শাখা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমি আজীবনের জন্য ছাত্রদল ও বিএনপির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম। দলের কোনো দায়ভার নিতে আগ্রহী নই। রাজনৈতিক কারণে কারো সাথে সম্পর্কের অবনতি হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’
নুর ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে ঘটে যাওয়া একটি ঘটনায় প্রকাশিত ভিডিও দেখে তিনি মর্মাহত হয়েছেন। সেখান থেকেই তার দলত্যাগের সিদ্ধান্তের সূত্রপাত। তিনি আরো বলেন, ‘আমি অনেক বছর ইবি ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমাদের পুরো পরিবার বিএনপি-সমর্থক। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডে আমি বারবার প্রশ্নের মুখোমুখি হই, যুক্তি দিতে পারি না। দলের প্রতি কোনো লোভ বা প্রত্যাশা ছিল না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘নুর ইসলামের ঘোষণার বিষয়ে আমি কিছুই জানি না। যদি সত্যিই করে থাকে, তাহলে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সে আদৌ ছাত্রদল করত কিনা বা অন্য কোনো সংগঠন থেকে এসেছে কিনা সেটাও যাচাই করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘হতে পারে সে ছাত্রলীগ বা কোনো গুপ্ত সংগঠনের সদস্য ছিল। কে কী পোস্ট করেছে, সেটা আমার নজরে আসেনি। যে কেউ ব্যক্তিগত সিদ্ধান্তে অন্য সংগঠনে যেতে পারে, তবে যারা সত্যিকারের ছাত্রদল করে, তারা এমন সিদ্ধান্ত নেবে না।