বরিশালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৭ শিক্ষার্থী বহিষ্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল বোর্ডের নিয়ন্ত্রণাধীন চলতি এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ভোলা জেলায় ৫ জন এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মোট ৭ শিক্ষার্থীকে বহিষ্কার হয়।

এছাড়া বরিশালের মুলাদীতে কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ১০ জন শিক্ষককে আগামী এক বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, অসদুপায় অবলম্বন করায় ভোলার হালিমা জিএস (১০৫) কেন্দ্রে ৩ জন, বাংলা বাজার (১০৪) কেন্দ্রে দুইজন, পটুয়াখালী বগা (৩২৩) এবং বরিশাল জেলার মুলাদী (৬৭১) কেন্দ্রে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার করা হয়।
বাংলা দ্বিতীয় পত্রে মোট পরীক্ষার্থী ছিলো ৮১ হাজার ৭৫২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৮১ হাজার ৪৫৮ জন। কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২৯৪জন পরীক্ষার্থী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরিশালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৭ শিক্ষার্থী বহিষ্কার !

আপডেট সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বরিশাল বোর্ডের নিয়ন্ত্রণাধীন চলতি এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ভোলা জেলায় ৫ জন এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মোট ৭ শিক্ষার্থীকে বহিষ্কার হয়।

এছাড়া বরিশালের মুলাদীতে কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ১০ জন শিক্ষককে আগামী এক বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, অসদুপায় অবলম্বন করায় ভোলার হালিমা জিএস (১০৫) কেন্দ্রে ৩ জন, বাংলা বাজার (১০৪) কেন্দ্রে দুইজন, পটুয়াখালী বগা (৩২৩) এবং বরিশাল জেলার মুলাদী (৬৭১) কেন্দ্রে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার করা হয়।
বাংলা দ্বিতীয় পত্রে মোট পরীক্ষার্থী ছিলো ৮১ হাজার ৭৫২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৮১ হাজার ৪৫৮ জন। কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২৯৪জন পরীক্ষার্থী।