চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মসজিদেরখতিব, বিশিষ্ট আলেমে দ্বীন আ, ন, ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক মুসল্লি। ঘটনাটি ঘটে শুক্রবার জুমার নামাজ শেষে। গুরুতর জখম খতিব আ, ন, ম নুরুর রহমান মাদানী চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী বিল্লালকে গণধোলাই দিয়ে মসজিদে আটকে রাখে মুসল্লীরা। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হামলাকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
একাধিক মুসল্লি জানায়, জুমার নামাজ শেষে মুসল্লিরা ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করেই হামলাকারী খতিব আ, ন, ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ইমাম সাহেব কে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময়ে হামলাকারীকে উত্তম-মধ্যম দিয়ে মসজিদের বারান্দায় আটকে রাখে। খবর পেয়ে শত শত মুসল্লী এসে মসজিদ ঘেরাও করে রাখে। হামলাকারী কে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ এসে হামলাকারী বিল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।
হামলাকারী তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, আমার নবীজিকে অবহেলা করে কথা বলেছেন ইমাম সাহেব। এর জন্য তার উপর হামলা করেছি। তবে আইন নিজের হাতে নেয়া ঠিক হয়নি।
বিক্ষুব্ধ মুসল্লিরা জানান, হামলাকারী মাহমুদুল হাসান জঙ্গি টাইপের লোক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য। সে ইমাম সাহেবকে হামলা করার পূর্ব প্রস্তুতি নিয়েই মসজিদে চাপাতি নিয়ে এসেছেন। তার আঘাতে ইমাম সাহেবের এক কান কেটে গেছে। গলায় জখম হয়েছেন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।