স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপার ওয়াপদা কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ২টি পরিবারের নগদ টাকা ও আসবাবপত্র ভস্মিভূত হয়ে যায়। নগদ টাকা স্বর্ণাংলকারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, শনিবার দুপুরে ওয়াপদ কলোনির মৃত নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদের ঘরে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে ছুটে আসেন। প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ নাসরিন আক্তার জানান, তার নগদ ১লাখ টাকা, ৪ভরি স্বর্ণাংলকার, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আক্কাস আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে মুর্হুতেই আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগ্নিকান্ডে দুই পরিবারের প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ