চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ধান শুকাতে গিয়ে ছাঁদ থেকে পড়ে নাসিমা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৪ মে) বেলা ১২টার দিকে নিজ বাড়ির ছাঁদে এদূর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামের ফাহিম উদ্দিনের স্ত্রী।
প্রতিবেশি ও পরিবারের সদস্যরা জানান, সকালে ধান সিদ্ধ করে বাড়ির একতলার ছাঁদে শুকাতে দেন নাসিমা খাতুন। বেলা ১২টার দিকে ধান নেড়ে দেয়ার সময় হঠাৎ মাথা ঘুরে ছাঁদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নাসিমা খাতুন। প্রতিবেশিদের সহযোগীতায় পরিবারের সদস্যরা নাসিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরিবারের সদস্যরা নাসিমাকে নিয়ে আসলে পরিক্ষা-নিক্ষিরার পর মৃত ঘোষনা করি। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, ছাঁদ ধান নেড়ে দেয়ার সময় অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। আবেদনের পেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।