শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার প্রতিবাদে এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদল।

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটায় ছাত্রদলের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলা প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়।

এসময় তারা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস চাই’ সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করেন।

প্রতিবাদ সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ঢাবি ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল নেতা ও মেধাবী শিক্ষার্থী সাম্যকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অনতিবিলম্বে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একনিষ্ঠ কর্মীকে নির্মম ভবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহরিয়ার আলম সাম্য জুলাই অভুথ্যানের সম্মুখ যোদ্ধা ও বাংলাদেশপন্থী রাজনৈতিবিদ ছিলেন। আমরা বলতে চাই, যারা দিল্লির দাসত্ব এবং পিন্ডির দাসত্ব করে তারা সাম্যের হত্যায় খুশি ও আত্মাহারা হয়েছে।

তিনি আরো বলেন, একাত্তর এবং চব্বিশের যে সাপের একই বিষ তাদেরকে বলতে চাই আগামী দিনের রাজনৈতিক ফয়সালা হবে একাত্তর এবং চব্বিশের গনহত্যাকারী সংগঠন বাদ দিয়ে এবং তাদেরকে বাংলাদেশের মাটিতে বিন্দু পরিমান রাজনৈতি করার সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোন হত্যাকারীর ঠাই হবে না, আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ কন্ঠে রাজপথে থাকি। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের অতিদ্রুত গ্রেফতার সহ বিচার করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো আমরা রাবি শাখা ছাত্রদল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৪৯:১১ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার প্রতিবাদে এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদল।

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটায় ছাত্রদলের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলা প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়।

এসময় তারা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস চাই’ সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করেন।

প্রতিবাদ সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ঢাবি ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল নেতা ও মেধাবী শিক্ষার্থী সাম্যকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অনতিবিলম্বে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একনিষ্ঠ কর্মীকে নির্মম ভবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহরিয়ার আলম সাম্য জুলাই অভুথ্যানের সম্মুখ যোদ্ধা ও বাংলাদেশপন্থী রাজনৈতিবিদ ছিলেন। আমরা বলতে চাই, যারা দিল্লির দাসত্ব এবং পিন্ডির দাসত্ব করে তারা সাম্যের হত্যায় খুশি ও আত্মাহারা হয়েছে।

তিনি আরো বলেন, একাত্তর এবং চব্বিশের যে সাপের একই বিষ তাদেরকে বলতে চাই আগামী দিনের রাজনৈতিক ফয়সালা হবে একাত্তর এবং চব্বিশের গনহত্যাকারী সংগঠন বাদ দিয়ে এবং তাদেরকে বাংলাদেশের মাটিতে বিন্দু পরিমান রাজনৈতি করার সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোন হত্যাকারীর ঠাই হবে না, আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ কন্ঠে রাজপথে থাকি। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের অতিদ্রুত গ্রেফতার সহ বিচার করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো আমরা রাবি শাখা ছাত্রদল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।