মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ব্যবসায়ী সভাপতি আকল মিয়া হত্যাকান্ডের জড়িত থাকার অভিযোগে সুমন মিয়া (২০) নামের এক এজহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন পৌর শহরের আমকান্দি গ্রামের মুজিবুল হকে ছেলে। হবিগঞ্জের ডিবি ওসি শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদনও করা হয়েছে।
এর আগে রোববার (৪ মার্চ) সন্ধ্যায় চান মিয়া ওরফে শামীম (২৩) নামের এক সিএনজি অটোরিক্সা চালককে গ্রেফতার করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়। গ্রেফতারকৃত সিএসজি চালক উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত রইছ উল্লার ছেলে।
সোমবার
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ