ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযোগ করেছে, পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইলে কল করেন। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। কিন্তু নুরুল হক কোনো ব্যাখ্যা শুনতে না চেয়ে অব্যাহতভাবে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন।
ডিএনসিসি আরও জানায়, এরপর ২১ মে বিকেল ৩টার দিকে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের ব্যানারে কিছু লোক জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেয় এবং অফিস কার্যক্রম ব্যাহত করে বলে অভিযোগ করা হয়।
অন্যদিকে, ২০ মে গণ অধিকার পরিষদ একটি সমাবেশ থেকে দাবি করে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। দাবি মানা না হলে আগামী ২৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে দলটি।
সমাবেশে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, ‘২০১৮ সাল পর্যন্ত মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা ছিলেন। একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন। পরে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে মুক্তি পান এবং ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগে সক্রিয় ছিলেন।’