বুধবার (২১ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ২৪টি ভুয়া তথ্য প্রকাশ করা হয়। পোস্টে ২৪টি ‘ফেক কার্ড’ আকারে ভুয়া খবরের স্ক্রিনশট যুক্ত করা হয়। এতে দেখা যায়, পার্শ্ববর্তী দেশের কয়েকটি গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর ও মনগড়া খবর প্রকাশ করেছে।
ভারতের একটি গণমাধ্যম ‘আজ-তাক বাংলা’ শিরোনাম করেছে, ‘প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?’ অন্য একটি সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে ক্ষমতার প্ল্যান করেছিল?’
এছাড়া, ‘কলকাতা নিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেল ভিডিও শিরোনাম দিয়েছে, ‘ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?’