খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কবিতা ও আবৃত্তি বিষয়ক সংগঠন “অমিত্রাক্ষর” এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দাশ এবং সমন্বয়ক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়নব আক্তার বৈশাখী।
গত রবিবার (১৮মে) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সংগঠনটির সাপ্তাহিক সভায় অমিত্রাক্ষর কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর প্রধান সমন্বয়ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মৌসুমী আফরোজ নবগঠিত এই কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ প্রধান সমন্বয়কের দায়িত্বে মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঝুমা মণ্ডল, সহ সমন্বয়ক সচিব বিষ্ণু সাহা, অর্থ সমন্বয়ক জয়দেব পাল, সহ অর্থ সমন্বয়ক প্রিয়তী দাস,দপ্তর সমন্বয়ক রুহিন হোসেন রুমি, সহ দপ্তর সমন্বয়ক অনিন্দিতা বিশ্বাস, প্রচার সমন্বয়ক নুসরাত জাহান বর্ষা, সহ প্রচার সমন্বয়ক শ্রাবন্তী সাহা, মঞ্চায়ন ও অলংকরণ সমন্বয়ক জোহরা বনানী এবং গ্রন্থাগার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জান্নাতুল নাঈম।