শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

ঝিনাইদহে বাস ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ !

  • আপডেট সময় : ১২:৫৬:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেলপার শাহিনুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জ অভিমুখে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মজুমদার পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরি আসছিল। এসময় পিরোজপুর ভাগাড় নামক স্থানে পৌঁছালে বাসটি ওভারটেক করতে গিয়ে তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে। আর লরিটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় কবলিত বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহি টেংক লরী যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহি লরির পেছনে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দু’পাশে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্পা মোদক জানান, আমাদের এখানে আহত অবস্থায় তিনজনকে এনেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে গাড়ির হেলপার শাহিনুর মারা গেছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কালীগঞ্জ উপজেলার খামারাইল গ্রামের আন্দাজ আলী (৫০) ও রায়গ্রামের রুপা ভট্টাচার্য। এরমধ্যে রুপা ভট্টাচার্যের অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে বারোবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মনির হোসেন জানান, এ দুর্ঘটনায় যাত্রিবাহী বাসের প্রায় ১৬ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় গাড়ির হেলপারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

ঝিনাইদহে বাস ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ !

আপডেট সময় : ১২:৫৬:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেলপার শাহিনুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জ অভিমুখে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মজুমদার পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরি আসছিল। এসময় পিরোজপুর ভাগাড় নামক স্থানে পৌঁছালে বাসটি ওভারটেক করতে গিয়ে তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে। আর লরিটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় কবলিত বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহি টেংক লরী যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহি লরির পেছনে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দু’পাশে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্পা মোদক জানান, আমাদের এখানে আহত অবস্থায় তিনজনকে এনেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে গাড়ির হেলপার শাহিনুর মারা গেছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কালীগঞ্জ উপজেলার খামারাইল গ্রামের আন্দাজ আলী (৫০) ও রায়গ্রামের রুপা ভট্টাচার্য। এরমধ্যে রুপা ভট্টাচার্যের অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে বারোবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মনির হোসেন জানান, এ দুর্ঘটনায় যাত্রিবাহী বাসের প্রায় ১৬ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় গাড়ির হেলপারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।