শিরোনাম :
Logo নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু Logo ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই, বললেন মাহফুজ আলম Logo আগামীকাল জুম্মার পর জবি শিক্ষার্থীদের গন অনশন Logo সাম্য হত্যায় বৈবিছাআ নেতারা চুপ কেন প্রশ্ন ইবি ছাত্রদলের Logo ইবিতে তারুণ্যের তত্ত্বাবধানে নেতৃত্ব বিষয়ক কর্মশালা Logo মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার এসআই মো. মাসুদ রানা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন। Logo রক্ত লাগলে রক্ত নে,জগন্নাথে হল দে’ রাজপথে লিখল শিক্ষার্থীরা Logo শেরপুরের উন্নয়ন দাবিতে নাগরিক মানববন্ধন ১৫ মে Logo ৩২বিঘা জমি ও প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে খু*ন। Logo নজরুল ও হাফিজের সাহিত্য নিয়ে রাবিতে মানবতা বিষয়ক সেমিনার

লক্ষ্মীপুরের পথে পথে ঘুরে জাতীয় পতাকা বিক্রি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৭২৫ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাঙ্গালীর জীবনে স্মৃতিগাথা মহান বিজয়ের মাস ডিসেম্বর। ১৬ডিসেম্বর কে কেন্দ্র করে লক্ষ্মীপুরের পথে পথে  বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের পতাকা ও মহান বিজয় দিবস লেখা বিভিন্ন বন্ধনী বিক্রির ধুম পড়ে গেছে।
ফেরিওয়ালা রুহুল আমিন জানান, সে কুমিল্লা থেকে এসেছে। এ সময় সে পতাকা ও মানচিত্র ফেরি করে। অন্য সময় যখন যেটার চাহিদা তা ফেরি করে। এ ব্যবসা দিয়েই তার সংসার চলে বলে সে জানায়।
লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা বেশ কয়েকজন বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের পতাকা ও মহান বিজয় দিবস লেখা বিভিন্ন বন্ধনী বিক্রি করতে তারা লক্ষ্মীপুরে অবস্থান করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পায়ে হেটে বিভিন্ন ধরন ও দামের পতাকা ও মানচিত্র বাঁশের মধ্যে বেধে সাজিয়ে শহর-গ্রাম-বাজার ঘুরে ঘুরে  বিক্রি করেন। বিভিন্ন মাপের পতাকা হাতে বা কয়েক ফুট উচু বাঁশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকায় সাজিয়ে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছে তারা।
তাদের সাথে কথা বলে জানা গেছে, ওইসব পন্যের দাম ১০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। তারা প্রতি মৌসুমে গাজীপুর হতে ৭ থেকে ৮ হাজার টাকার পণ্য কিনে আনেন। প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা লাভ থাকে তাদের। বিক্রি শেষে প্রতি মৌসুমে ৪থেকে ৫ হাজার টাকা করে প্রতি জনের লাভ থাকে। এ লাভের টাকা দিয়েই চলে তাদের সংসার।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু

লক্ষ্মীপুরের পথে পথে ঘুরে জাতীয় পতাকা বিক্রি

আপডেট সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাঙ্গালীর জীবনে স্মৃতিগাথা মহান বিজয়ের মাস ডিসেম্বর। ১৬ডিসেম্বর কে কেন্দ্র করে লক্ষ্মীপুরের পথে পথে  বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের পতাকা ও মহান বিজয় দিবস লেখা বিভিন্ন বন্ধনী বিক্রির ধুম পড়ে গেছে।
ফেরিওয়ালা রুহুল আমিন জানান, সে কুমিল্লা থেকে এসেছে। এ সময় সে পতাকা ও মানচিত্র ফেরি করে। অন্য সময় যখন যেটার চাহিদা তা ফেরি করে। এ ব্যবসা দিয়েই তার সংসার চলে বলে সে জানায়।
লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা বেশ কয়েকজন বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের পতাকা ও মহান বিজয় দিবস লেখা বিভিন্ন বন্ধনী বিক্রি করতে তারা লক্ষ্মীপুরে অবস্থান করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পায়ে হেটে বিভিন্ন ধরন ও দামের পতাকা ও মানচিত্র বাঁশের মধ্যে বেধে সাজিয়ে শহর-গ্রাম-বাজার ঘুরে ঘুরে  বিক্রি করেন। বিভিন্ন মাপের পতাকা হাতে বা কয়েক ফুট উচু বাঁশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকায় সাজিয়ে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছে তারা।
তাদের সাথে কথা বলে জানা গেছে, ওইসব পন্যের দাম ১০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। তারা প্রতি মৌসুমে গাজীপুর হতে ৭ থেকে ৮ হাজার টাকার পণ্য কিনে আনেন। প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা লাভ থাকে তাদের। বিক্রি শেষে প্রতি মৌসুমে ৪থেকে ৫ হাজার টাকা করে প্রতি জনের লাভ থাকে। এ লাভের টাকা দিয়েই চলে তাদের সংসার।