শিরোনাম :
Logo ইবিতে তারুণ্যের তত্ত্বাবধানে নেতৃত্ব বিষয়ক কর্মশালা Logo মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার এসআই মো. মাসুদ রানা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন। Logo রক্ত লাগলে রক্ত নে,জগন্নাথে হল দে’ রাজপথে লিখল শিক্ষার্থীরা Logo শেরপুরের উন্নয়ন দাবিতে নাগরিক মানববন্ধন ১৫ মে Logo ৩২বিঘা জমি ও প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে খু*ন। Logo নজরুল ও হাফিজের সাহিত্য নিয়ে রাবিতে মানবতা বিষয়ক সেমিনার Logo ছাত্রদল নেতা সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান Logo দ্বিতীয়দিনে অনড় অবস্থানে জবি শিক্ষার্থীরা;দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন Logo চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু Logo চুয়াডাঙ্গার মাটিতে কালো আঙুর চাষ করে বাজিমাত কলেজছাত্র শামিমের

রক্ত লাগলে রক্ত নে,জগন্নাথে হল দে’ রাজপথে লিখল শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

পুলিশি হামলার বিচার সহ চার দফা দাবিতে ‘রক্ত লাগলে রক্ত নে, জবিয়ানদের হল দে’ সহ নানা লেখা রাজপথে লিখেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তায় লেখা গুলো লিখছেন তাঁরা।

সরেজমিনে রাস্তায় দেখা যায়, উপদেষ্টা মাহফুজ আলমকে ট্রল করে শিক্ষার্থীরা রাস্তায় বোতলের চিত্র এঁকেছেন। পাশেই লিখেছেন ‘বোতল মার্কা’। এ ছাড়া শিক্ষার্থীরা ‘জগন্নাথের হল দে’, হল চাই সহ নানা লেখা লিখেছেন।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের মুখে ‘হল চাই’, ‘হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্য বিহীন বাজেট চাই’ সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল খান বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছে। কথা একটাই ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’।

এদিকে পুলিশের হামলার বিচার সহ চার দফা দাবিতে টানা ২৯ ঘন্টা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে তারুণ্যের তত্ত্বাবধানে নেতৃত্ব বিষয়ক কর্মশালা

রক্ত লাগলে রক্ত নে,জগন্নাথে হল দে’ রাজপথে লিখল শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

পুলিশি হামলার বিচার সহ চার দফা দাবিতে ‘রক্ত লাগলে রক্ত নে, জবিয়ানদের হল দে’ সহ নানা লেখা রাজপথে লিখেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তায় লেখা গুলো লিখছেন তাঁরা।

সরেজমিনে রাস্তায় দেখা যায়, উপদেষ্টা মাহফুজ আলমকে ট্রল করে শিক্ষার্থীরা রাস্তায় বোতলের চিত্র এঁকেছেন। পাশেই লিখেছেন ‘বোতল মার্কা’। এ ছাড়া শিক্ষার্থীরা ‘জগন্নাথের হল দে’, হল চাই সহ নানা লেখা লিখেছেন।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের মুখে ‘হল চাই’, ‘হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্য বিহীন বাজেট চাই’ সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল খান বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছে। কথা একটাই ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’।

এদিকে পুলিশের হামলার বিচার সহ চার দফা দাবিতে টানা ২৯ ঘন্টা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।