জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক
পুলিশি হামলার বিচার সহ চার দফা দাবিতে ‘রক্ত লাগলে রক্ত নে, জবিয়ানদের হল দে’ সহ নানা লেখা রাজপথে লিখেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তায় লেখা গুলো লিখছেন তাঁরা।
সরেজমিনে রাস্তায় দেখা যায়, উপদেষ্টা মাহফুজ আলমকে ট্রল করে শিক্ষার্থীরা রাস্তায় বোতলের চিত্র এঁকেছেন। পাশেই লিখেছেন ‘বোতল মার্কা’। এ ছাড়া শিক্ষার্থীরা ‘জগন্নাথের হল দে’, হল চাই সহ নানা লেখা লিখেছেন।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের মুখে ‘হল চাই’, ‘হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্য বিহীন বাজেট চাই’ সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল খান বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছে। কথা একটাই ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’।
এদিকে পুলিশের হামলার বিচার সহ চার দফা দাবিতে টানা ২৯ ঘন্টা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।