ঝিনাইদহ প্রতিনিধি॥ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ঝিনাইদহে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ্ মো: এনামুল হক ফয়েজির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: এইচ এম মমতাজুল করীম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ বদরুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল উদ্দিন। বক্তারা ট্রাম্পের এই ঘোষণা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানান।
বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ