শিরোনাম :
Logo সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি ৭ ভর্তি পরীক্ষার্থী আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক Logo বাগেরহাটে আম পাড়তে গিয়ে শিশু রাকিবুলের মৃত্যু Logo প্রতিষ্ঠানগুলো রেজিস্ট্রেশন না করলে কঠোর আইনি ব্যবস্থা: শ্রম উপদেষ্টা Logo গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল Logo ইতালি যেতে আগ্রহী শ্রমিকদের জন্য সুখবর Logo চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকা নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা Logo দামুড়হুদায় মারধর ও শ্লীলতাহানি মামলার প্রধান আসামী শাহজাহান গ্রেপ্তার Logo আলমডাঙ্গায় ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক Logo খুবি শিক্ষার্থী আবিদের ঝুলন্ত মরহেদ উদ্ধার Logo শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা রাবি ছাত্রদলের, স্কিনসট ভাইরাল

‘খাই খাই’ স্বভাব দমানোর কিছু উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কঠোর নিয়ম মেনে ওজন কমানোর চেষ্টা যেমন অকার্যকর, তেমনই অবৈজ্ঞানিক। নিউট্রিশনিস্টরা জাঙ্ক ফুড দেখলে চোখের খিদে নিয়ন্ত্রণ করে পরিমিত খেয়ে থাকাকেই আদর্শ ডায়েট বলে থাকেন। চোখের খিদে নিয়ন্ত্রণ করার কিছু উপায় জেনে নিন-

১. ব্যস্ত থাকুন: খাই খাই মাথায় চেপে বসতে দেবেন না। খেতে ইচ্ছা হলেই কী করবেন তার একটা তালিকা তৈরি করে রাখুন। যখনই মন খাই খাই করবে তখনই সেই সব কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

২. একই রকম দেখতে: অনেক স্বাস্থ্যকর খাবার ও জাঙ্ক ফুড দেখতে এক রকম। যদি জাঙ্ক ফুড খেতে ইচ্ছা হয় তা হলে একই রকম দেখতে স্বাস্থ্যকর খাবার খান। যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ইচ্ছা হলে খেতে পারেন লম্বা, পাতলা স্লাইসড গাজর। আইসক্রিমের স্বাদ মেটাতে পারেন ঠান্ডা ফ্রুট স্মুদি দিয়ে।

৩. কল্পনা: যখনই কোনও বিশেষ খাবার খেতে ইচ্ছা হবে, কল্পনা করুন আপনি সেই খাবারটা খাচ্ছেন ও উপভোগ করছেন। গবেষণায় দেখা গিয়েছে খাওয়ার আগে কল্পনা করলে আসল খাওয়ার সময় কম পরিমাণেই পেট ভরে যায়।

৪. প্রিয় খাবার: নিজেকে প্রিয় খাবার থেকে বঞ্চিত করবেন না। ডায়েটে থাকা মানেই আমরা মনে করি প্রিয় খাবার খাওয়া ছেড়ে দিতে হবে। এতে আরও বেশি খাই খাই বাড়ে। স্বাস্থ্যকর ডায়েটের মূলমন্ত্রই হল পরিমিত খাওয়া। নিজেকে বঞ্চিত না করে সব কিছুই খান। তবে পরিমাণ বুঝে।

৫. অ্যাপল ট্রিক: খিদে পেলে নিজেকে প্রশ্ন করুন আপেল খেতে ইচ্ছা হচ্ছে কিনা। যদি ইচ্ছা হয় তা হলে আপেল খান। যদি খেতে ইচ্ছা না হয় এক গ্লাস পানি খেয়ে নিন। অনেক সময়ই পানি খেলে খাওয়ার ইচ্ছা চলে যায়।

৬. নিয়ম ভাঙার সময়: প্রতি দিনের একটা নির্দিষ্ট নিয়ম ভাঙার সময় ঠিক করুন। সেই সময়টা আপনি পছন্দের খাবার খেতে পারেন। যদি বেশি খেতে ইচ্ছা হয় তা হলে মনকে বোঝান পর দিন আবার এই সময় খাবেন। তা হলে নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।

৭. পজ: যখনই জাঙ্ক ফুড খেতে ইচ্ছা হবে, খাবারের দিকে হাত বাড়াতে যাবেন মনে মনে ভাবুন পজ বাটন। এভাবে কয়েক বার করতে থাকলে দেখবেন মনকে তৈরি করে ফেলেছেন।

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি ৭ ভর্তি পরীক্ষার্থী আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

‘খাই খাই’ স্বভাব দমানোর কিছু উপায় !

আপডেট সময় : ১২:৩৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

কঠোর নিয়ম মেনে ওজন কমানোর চেষ্টা যেমন অকার্যকর, তেমনই অবৈজ্ঞানিক। নিউট্রিশনিস্টরা জাঙ্ক ফুড দেখলে চোখের খিদে নিয়ন্ত্রণ করে পরিমিত খেয়ে থাকাকেই আদর্শ ডায়েট বলে থাকেন। চোখের খিদে নিয়ন্ত্রণ করার কিছু উপায় জেনে নিন-

১. ব্যস্ত থাকুন: খাই খাই মাথায় চেপে বসতে দেবেন না। খেতে ইচ্ছা হলেই কী করবেন তার একটা তালিকা তৈরি করে রাখুন। যখনই মন খাই খাই করবে তখনই সেই সব কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

২. একই রকম দেখতে: অনেক স্বাস্থ্যকর খাবার ও জাঙ্ক ফুড দেখতে এক রকম। যদি জাঙ্ক ফুড খেতে ইচ্ছা হয় তা হলে একই রকম দেখতে স্বাস্থ্যকর খাবার খান। যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ইচ্ছা হলে খেতে পারেন লম্বা, পাতলা স্লাইসড গাজর। আইসক্রিমের স্বাদ মেটাতে পারেন ঠান্ডা ফ্রুট স্মুদি দিয়ে।

৩. কল্পনা: যখনই কোনও বিশেষ খাবার খেতে ইচ্ছা হবে, কল্পনা করুন আপনি সেই খাবারটা খাচ্ছেন ও উপভোগ করছেন। গবেষণায় দেখা গিয়েছে খাওয়ার আগে কল্পনা করলে আসল খাওয়ার সময় কম পরিমাণেই পেট ভরে যায়।

৪. প্রিয় খাবার: নিজেকে প্রিয় খাবার থেকে বঞ্চিত করবেন না। ডায়েটে থাকা মানেই আমরা মনে করি প্রিয় খাবার খাওয়া ছেড়ে দিতে হবে। এতে আরও বেশি খাই খাই বাড়ে। স্বাস্থ্যকর ডায়েটের মূলমন্ত্রই হল পরিমিত খাওয়া। নিজেকে বঞ্চিত না করে সব কিছুই খান। তবে পরিমাণ বুঝে।

৫. অ্যাপল ট্রিক: খিদে পেলে নিজেকে প্রশ্ন করুন আপেল খেতে ইচ্ছা হচ্ছে কিনা। যদি ইচ্ছা হয় তা হলে আপেল খান। যদি খেতে ইচ্ছা না হয় এক গ্লাস পানি খেয়ে নিন। অনেক সময়ই পানি খেলে খাওয়ার ইচ্ছা চলে যায়।

৬. নিয়ম ভাঙার সময়: প্রতি দিনের একটা নির্দিষ্ট নিয়ম ভাঙার সময় ঠিক করুন। সেই সময়টা আপনি পছন্দের খাবার খেতে পারেন। যদি বেশি খেতে ইচ্ছা হয় তা হলে মনকে বোঝান পর দিন আবার এই সময় খাবেন। তা হলে নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।

৭. পজ: যখনই জাঙ্ক ফুড খেতে ইচ্ছা হবে, খাবারের দিকে হাত বাড়াতে যাবেন মনে মনে ভাবুন পজ বাটন। এভাবে কয়েক বার করতে থাকলে দেখবেন মনকে তৈরি করে ফেলেছেন।