ছোটো বড় সব প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন শ্রম ও কর্মস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৫ মে) বিসিএফসিসি তে অনুষ্ঠিত একটি সম্মেলনে তিনি বলেন, সরকারকে চিঠি দিয়েছে শ্রমিকদের পক্ষে কাজ না করলে ব্যবসায়ীদের কাজের অনুমতি দেয়া হবে না।
আগারগাঁও শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, বাংলাদেশ ব্যবসা ও প্রতিবন্ধী নেটওয়ার্ক এবং বনশিখা আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এসব জানান।
একই সম্মেলনে যোগ দিয়েছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। তিনি জানান, রাষ্ট্রীয় ভাবে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে শ্রমিক নারীদের জন্য আলাদা গণ পরিবহনের ব্যবস্থা করতে হবে ও কঠোরভাবে নারী নিরাপত্তার আইন কার্যকরীভাবে প্রয়োগ করতে হবে।
অনুষ্ঠানের ন্যায্য নিয়োগ ও বৈষম্য রোধে জাতীয় নীতির ওপর জোর দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর সুযোগ সৃষ্টি ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।