যেভাবে যত্নে রাখবেন হেডফোন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানুষের অনান্য প্রয়োজনীয় অঙ্গেরর মত আরেকটি প্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে হেডফোন। গান শোনা, সিনেমা দেখা কিংবা কথা বলার জন্য জুড়ি নেই হেডফোনের। অপছন্দসয় কোনো শব্দ এড়াতে অনেকেই কানে গুজে দেয় হেডফোন। তাই আপনার সাধের এই হেডফোনেরও দরকার বাড়তি যত্ন। নইলে দ্রুতই নষ্ট হতে পারে শখের এই গ্যাজেটটি। তাই জেনে নিন হোডফোনের কীভাবে যত্ন নেবেন।

ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন। ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই প্যাক করা উচিত নয় হেডফোন। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।

যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন। ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন। অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শতভাগ আবাসন ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে রাবিতে মানববন্ধন

যেভাবে যত্নে রাখবেন হেডফোন !

আপডেট সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

মানুষের অনান্য প্রয়োজনীয় অঙ্গেরর মত আরেকটি প্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে হেডফোন। গান শোনা, সিনেমা দেখা কিংবা কথা বলার জন্য জুড়ি নেই হেডফোনের। অপছন্দসয় কোনো শব্দ এড়াতে অনেকেই কানে গুজে দেয় হেডফোন। তাই আপনার সাধের এই হেডফোনেরও দরকার বাড়তি যত্ন। নইলে দ্রুতই নষ্ট হতে পারে শখের এই গ্যাজেটটি। তাই জেনে নিন হোডফোনের কীভাবে যত্ন নেবেন।

ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন। ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই প্যাক করা উচিত নয় হেডফোন। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।

যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন। ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন। অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।