শিরোনাম :
Logo মাদক সেবনের অভিযোগে বহিষ্কার, হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী নেত্রী Logo ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫ Logo নেত্রকোনায় বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন Logo যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে ২৭ জনের প্রাণহানী Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তনে দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি   Logo মেইভেনের আয়োজনে সর্ববৃহৎ ইংলিশ অলিম্পিয়াড সম্পন্ন  Logo বড়ভাই ডেভিড হ্যান্টে, মেজভাই খুন — গ্রেপ্তার ১ Logo দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক Logo চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ভোধন বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হতে হবে Logo পঞ্চগড়ের বোদায় ইউপি চেয়ারম্যান আটক

মেইভেনের আয়োজনে সর্ববৃহৎ ইংলিশ অলিম্পিয়াড সম্পন্ন 

নিজস্ব প্রতিনিধি :
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘মেইভেন ইংলিশ অলিম্পিয়াড ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে ৩,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা দেশের অন্যতম বৃহৎ ইংলিশ অলিম্পিয়াড হিসেবে বিবেচিত হচ্ছে।
এই আয়োজনের সহযোগিতায় ছিল মাইলস্টোন কলেজ, যারা শুরু থেকেই আয়োজনটিকে সফল করে তুলতে ব্যাপক সহায়তা করেছে। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো বি গ্লোবাল কনসালটেন্সি।
১৮ জানুয়ারি ২০২৫ তারিখে এই অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৭ মে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে। এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ছিল ২৯,০০০ টাকা, যা বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় কলেজ ও স্কুল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ মেহেরাজ মোর্শেদ। প্রথম রানার আপ হয়েছেন ইরফান সাদিক এবং দ্বিতীয় রানার আপ সাজিদুল ইসলাম।
এছাড়াও কলেজ পর্যায়ে সম্মানজনকভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন: ১. তাহসিন বাশার, ২. মোঃ রাইয়ান রহমান, ৩. আতিফ আলম ৪. সায়েমুল আহসান।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন এমডি. মাহির রহমান।
প্রথম রানার আপ হয়েছেন শাফিকা জারিন রহমান এবং দ্বিতীয় রানার আপ শাহ সামানিয়া সিদ্দিকা।
স্কুল পর্যায়ের সম্মানজনকভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন: ১. শিহসির আক্তার মিম, ২. ফাতিন মুনতাকা খান
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রয়েছে বিশেষ সুযোগ— ফ্রি IELTS ক্লাস এবং ইংলিশ স্পোকেন কোর্সে ৫০% ছাড়। এই বিশেষ সুবিধা দিচ্ছে ইভেন্ট পার্টনার BEE Global Consultancy।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে তারা নিয়মিত এমন আয়োজন করে যেতে চান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন,  “মেইভেন ইংলিশ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে, যা তাদের একাডেমিক ও পেশাগত জীবনে বড় সহায়ক হবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যতে তাদের সাফল্যের ভিত্তি স্থাপন করবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ এর সহকারী অধ্যক্ষ (প্রশাসন) মোঃ মাসুদ আলম, সহকারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী অধ্যক্ষ ইফতেখার হোসেন, সহকারী অধ্যক্ষ উম্মে সালমা রউফ, সিনিয়র ডিরেক্টর মোঃ রাশেদ খান মানন, ডিরেক্টর মোঃ রাসেল তালুকদার, ইংরেজি বিভাগের ডেপুটি প্রধান মোজাহিদুল ইসলাম এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। তারা সবাই এরকম আয়োজনকে স্বাগত জানিয়েছেন।
আয়োজনটি সম্পর্কে বি গ্লোবাল এর চেয়্যারপার্সন নুসরাত জাহান বলেন,” মেইভেন আয়োজিত এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত আমরা। আমরা বি গ্লোবাল কনসালটেন্সির মাধ্যমে যারা ইংরেজী শিখতে চায় এমন অনেক মানুষদের জন্য নানা ধরনের আয়োজন করে থাকি। এই প্রোগ্রামে এসে এতোগুলো নবীন মুখ দেখতে পেরে ভালো লাগছে! আমরা বি গ্লোবাল ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের সাথে যুক্ত থাকতে চাই!”
আয়োজনটি সম্পর্কে বি গ্লোবাল এর ডিরেক্টর আন্দালিব মাহমুদ বলেন,” দারুন একটি আয়োজন দেখলাম। আমরা শুরু থেকেই যুক্ত ইংলিশ আলিম্পিয়াডটির সাথে, প্রায় ৩ হাজারেরও বেশি স্টুডেন্ট এতে অংশ নিয়েছে। মেইভেন এর জন্য শুভ কামনা!
মেইভেনের প্রতিষ্ঠাতা ও BEE Global-এর চিফ বিজনেস অফিসার আফসানা রাত্রি বলেন,
“মেইভেন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় — এটি দেশের তরুণ প্রজন্মের মধ্যে ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের একটি  প্লাটফর্ম। আমরা বিশ্বাস করি, এই প্রজন্মই একদিন বাংলাদেশকে গ্লোবাল মঞ্চে প্রতিনিধিত্ব করবে।
এতো অপ্লদিনে আমরা যে সাড়া পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এবারের আয়োজন দেশে উল্লেখযোগ্য হিসেবে লেখা থাকবে। আমরা চেষ্টা করেছি সকল পর্যায়ের শিক্ষার্থীদের কানেক্ট করতে। মেইভেন ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করা প্রতিটি শিক্ষার্থী, কোর টিম মেম্বার তাসবী, সাইফ, মাহিন, ইবরাহিমসহ সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা মাইলস্টোন কলেজ এবং বী গ্লোবাল কনসালটেন্সির প্রতি, শুরু থেকেই মেইভেনকে সাপোর্ট করার জন্য।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদক সেবনের অভিযোগে বহিষ্কার, হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী নেত্রী

মেইভেনের আয়োজনে সর্ববৃহৎ ইংলিশ অলিম্পিয়াড সম্পন্ন 

আপডেট সময় : ০৮:১৪:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘মেইভেন ইংলিশ অলিম্পিয়াড ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে ৩,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা দেশের অন্যতম বৃহৎ ইংলিশ অলিম্পিয়াড হিসেবে বিবেচিত হচ্ছে।
এই আয়োজনের সহযোগিতায় ছিল মাইলস্টোন কলেজ, যারা শুরু থেকেই আয়োজনটিকে সফল করে তুলতে ব্যাপক সহায়তা করেছে। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো বি গ্লোবাল কনসালটেন্সি।
১৮ জানুয়ারি ২০২৫ তারিখে এই অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৭ মে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে। এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ছিল ২৯,০০০ টাকা, যা বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় কলেজ ও স্কুল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ মেহেরাজ মোর্শেদ। প্রথম রানার আপ হয়েছেন ইরফান সাদিক এবং দ্বিতীয় রানার আপ সাজিদুল ইসলাম।
এছাড়াও কলেজ পর্যায়ে সম্মানজনকভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন: ১. তাহসিন বাশার, ২. মোঃ রাইয়ান রহমান, ৩. আতিফ আলম ৪. সায়েমুল আহসান।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন এমডি. মাহির রহমান।
প্রথম রানার আপ হয়েছেন শাফিকা জারিন রহমান এবং দ্বিতীয় রানার আপ শাহ সামানিয়া সিদ্দিকা।
স্কুল পর্যায়ের সম্মানজনকভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলেন: ১. শিহসির আক্তার মিম, ২. ফাতিন মুনতাকা খান
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রয়েছে বিশেষ সুযোগ— ফ্রি IELTS ক্লাস এবং ইংলিশ স্পোকেন কোর্সে ৫০% ছাড়। এই বিশেষ সুবিধা দিচ্ছে ইভেন্ট পার্টনার BEE Global Consultancy।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে তারা নিয়মিত এমন আয়োজন করে যেতে চান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন,  “মেইভেন ইংলিশ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে, যা তাদের একাডেমিক ও পেশাগত জীবনে বড় সহায়ক হবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যতে তাদের সাফল্যের ভিত্তি স্থাপন করবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ এর সহকারী অধ্যক্ষ (প্রশাসন) মোঃ মাসুদ আলম, সহকারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী অধ্যক্ষ ইফতেখার হোসেন, সহকারী অধ্যক্ষ উম্মে সালমা রউফ, সিনিয়র ডিরেক্টর মোঃ রাশেদ খান মানন, ডিরেক্টর মোঃ রাসেল তালুকদার, ইংরেজি বিভাগের ডেপুটি প্রধান মোজাহিদুল ইসলাম এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। তারা সবাই এরকম আয়োজনকে স্বাগত জানিয়েছেন।
আয়োজনটি সম্পর্কে বি গ্লোবাল এর চেয়্যারপার্সন নুসরাত জাহান বলেন,” মেইভেন আয়োজিত এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত আমরা। আমরা বি গ্লোবাল কনসালটেন্সির মাধ্যমে যারা ইংরেজী শিখতে চায় এমন অনেক মানুষদের জন্য নানা ধরনের আয়োজন করে থাকি। এই প্রোগ্রামে এসে এতোগুলো নবীন মুখ দেখতে পেরে ভালো লাগছে! আমরা বি গ্লোবাল ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের সাথে যুক্ত থাকতে চাই!”
আয়োজনটি সম্পর্কে বি গ্লোবাল এর ডিরেক্টর আন্দালিব মাহমুদ বলেন,” দারুন একটি আয়োজন দেখলাম। আমরা শুরু থেকেই যুক্ত ইংলিশ আলিম্পিয়াডটির সাথে, প্রায় ৩ হাজারেরও বেশি স্টুডেন্ট এতে অংশ নিয়েছে। মেইভেন এর জন্য শুভ কামনা!
মেইভেনের প্রতিষ্ঠাতা ও BEE Global-এর চিফ বিজনেস অফিসার আফসানা রাত্রি বলেন,
“মেইভেন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় — এটি দেশের তরুণ প্রজন্মের মধ্যে ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের একটি  প্লাটফর্ম। আমরা বিশ্বাস করি, এই প্রজন্মই একদিন বাংলাদেশকে গ্লোবাল মঞ্চে প্রতিনিধিত্ব করবে।
এতো অপ্লদিনে আমরা যে সাড়া পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এবারের আয়োজন দেশে উল্লেখযোগ্য হিসেবে লেখা থাকবে। আমরা চেষ্টা করেছি সকল পর্যায়ের শিক্ষার্থীদের কানেক্ট করতে। মেইভেন ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করা প্রতিটি শিক্ষার্থী, কোর টিম মেম্বার তাসবী, সাইফ, মাহিন, ইবরাহিমসহ সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা মাইলস্টোন কলেজ এবং বী গ্লোবাল কনসালটেন্সির প্রতি, শুরু থেকেই মেইভেনকে সাপোর্ট করার জন্য।