শিরোনাম :
Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন Logo কুয়েটে বহিষ্কারাদেশ থেকে নির্দোষ শিক্ষার্থীদের অব্যাহতির দাবি শিবিরের Logo আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার, বললেন ববি হাজ্জাজ Logo নারীদের স্বাস্থ্যের জন্য কয়টি সন্তান ভালো, যা বলছেন গবেষকরা Logo সানস্ক্রিন নাকি ময়েশ্চারাইজার, প্রথমে কোনটি মাখা উচিত Logo শত শত নারীকে স্বাবলম্বী করেছেন চাঁদপুরের বিজয়ী কন্যা তানিয়া ইশতিয়াক খান Logo সাড়া ফেলেছে জুলাই বিপ্লব নিয়ে রাবি শিক্ষার্থীর নির্মিত শর্টফিল্ম ‘মাদারল্যান্ড অর ডেথ ‘ Logo আনন্দ-উৎসবের মধ্য দিয়ে চাঁদপুর জেলা কারাগারে বাংলা নববর্ষকে বরণ Logo মুসলমানের পরিচয় ও উৎসবের স্বাতন্ত্র্য Logo মনের সাহস ও শক্তি বাড়াতে পড়বেন যে দোয়া

এআই দুনিয়ায় বড় চমক! ডিপসিককে ছাড়িয়ে গেল আলিবাবা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীন যেন কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়। একের পর এক অত্যাধুনিক এআই মডেল নিয়ে আসছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় যোগ হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার নাম। তারা সম্প্রতি ‘কুয়েন ২.৫ ম্যাক্স’ নামের একটি নতুন এআই মডেল উন্মোচন করেছে। যা চীনা কন্যা লুও ফুলির ডিপসিক ভি৩-এর চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে।

ডিপসিকের অভাবনীয় সাফল্যের পর চীনের প্রযুক্তি বাজারে যেন এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ সংস্থাগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আলিবাবার এই নতুন মডেলটি তারই প্রমাণ।

আলিবাবার ক্লাউড বিভাগ জানিয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স ওপেনএআইয়ের জিপিটি-৪, ডিপসিক-ভি৩ এবং মেটার লামা-৩.১-৪০৫বি-এর তুলনায় প্রায় সব ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে ভালো পারফর্ম করে। শুধু তাই নয়, ডিপসিকের মতো কম খরচে তৈরি এই মডেলগুলো এআই জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিপসিকসহ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর উত্থানের পেছনে রাজনৈতিক কারণও দেখছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এআই খাতে চীনকে চাপে রাখতে চাইছে। তবে চীনের এই প্রতিষ্ঠানগুলো একের পর এক নতুন মডেল এনে সেই চাপকে যেন আরও হালকা করে দিচ্ছে।

এই মুহূর্তে এআই প্রযুক্তি বিশ্বে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন ডিপসিকের মতো নতুন প্রতিষ্ঠানগুলো কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করছে, তেমনি অন্যদিকে আলিবাবার মতো জায়ান্ট কোম্পানিগুলোও পিছিয়ে নেই। মনে করা হচ্ছে, আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বাড়বে এবং বাজারে আরও উন্নত এবং শক্তিশালী এআই মডেলের আগমন ঘটবে।

এই খবরটি প্রযুক্তি বিশ্বে নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে এবং চীনের এআই খাতে দ্রুত উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, লুও ফুলি চীনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। এরপর পিকিং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস থেকে উচ্চতর গবেষণা করেন।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

এআই দুনিয়ায় বড় চমক! ডিপসিককে ছাড়িয়ে গেল আলিবাবা

আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীন যেন কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়। একের পর এক অত্যাধুনিক এআই মডেল নিয়ে আসছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় যোগ হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার নাম। তারা সম্প্রতি ‘কুয়েন ২.৫ ম্যাক্স’ নামের একটি নতুন এআই মডেল উন্মোচন করেছে। যা চীনা কন্যা লুও ফুলির ডিপসিক ভি৩-এর চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে।

ডিপসিকের অভাবনীয় সাফল্যের পর চীনের প্রযুক্তি বাজারে যেন এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ সংস্থাগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আলিবাবার এই নতুন মডেলটি তারই প্রমাণ।

আলিবাবার ক্লাউড বিভাগ জানিয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স ওপেনএআইয়ের জিপিটি-৪, ডিপসিক-ভি৩ এবং মেটার লামা-৩.১-৪০৫বি-এর তুলনায় প্রায় সব ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে ভালো পারফর্ম করে। শুধু তাই নয়, ডিপসিকের মতো কম খরচে তৈরি এই মডেলগুলো এআই জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিপসিকসহ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর উত্থানের পেছনে রাজনৈতিক কারণও দেখছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এআই খাতে চীনকে চাপে রাখতে চাইছে। তবে চীনের এই প্রতিষ্ঠানগুলো একের পর এক নতুন মডেল এনে সেই চাপকে যেন আরও হালকা করে দিচ্ছে।

এই মুহূর্তে এআই প্রযুক্তি বিশ্বে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন ডিপসিকের মতো নতুন প্রতিষ্ঠানগুলো কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করছে, তেমনি অন্যদিকে আলিবাবার মতো জায়ান্ট কোম্পানিগুলোও পিছিয়ে নেই। মনে করা হচ্ছে, আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বাড়বে এবং বাজারে আরও উন্নত এবং শক্তিশালী এআই মডেলের আগমন ঘটবে।

এই খবরটি প্রযুক্তি বিশ্বে নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে এবং চীনের এআই খাতে দ্রুত উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, লুও ফুলি চীনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। এরপর পিকিং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস থেকে উচ্চতর গবেষণা করেন।

সূত্র: রয়টার্স, এনডিটিভি