ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ে নিচ্ছে গুগল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৩:২৭ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাত বছর পর ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ে নিচ্ছে গুগল। ২০১০ সালে এ সুবিধা চালুর সময় গুগল কর্তৃপক্ষ জানায়, টাইপ করার আগেই ব্যবহারকারীরা যাতে কাঙিক্ষত বিষয়টি খুঁজে পায় (সার্চ বিফোর ইউ টাইপ) সে জন্যই এটি যুক্ত করা হচ্ছে। এটি তাদের সময়ও বাঁচাবে।

গুগলকে নেতৃত্বদানকারী মরিসা মেয়ার সুবিধাটি চালুর সময় বলেছিলেন, এটি দিনে ব্যবহারকারীদের ৩.৫ মিলিয়ন সেকেন্ড বাঁচিয়ে দেবে।

এ সুবিধাটি মূলত ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য। কিন্তু এখন মোবাইলেই মানুষ ইন্টারনেট বেশি ব্যবহার করছে। তাই ডেস্কটপে চালুকৃত এ বিশেষ সুবিধাটি সরিয়ে দিয়ে সব ডিভাইসে কীভাবে সার্চিংয়ের বিষয়টি সহজ করা যায় সেদিকে মনোযোগ দিতে চায় গুগল। এজন্যই ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : বিজনেস ইনসাইডার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শতভাগ আবাসন ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে রাবিতে মানববন্ধন

ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ে নিচ্ছে গুগল !

আপডেট সময় : ০৫:৪৩:২৭ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সাত বছর পর ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ে নিচ্ছে গুগল। ২০১০ সালে এ সুবিধা চালুর সময় গুগল কর্তৃপক্ষ জানায়, টাইপ করার আগেই ব্যবহারকারীরা যাতে কাঙিক্ষত বিষয়টি খুঁজে পায় (সার্চ বিফোর ইউ টাইপ) সে জন্যই এটি যুক্ত করা হচ্ছে। এটি তাদের সময়ও বাঁচাবে।

গুগলকে নেতৃত্বদানকারী মরিসা মেয়ার সুবিধাটি চালুর সময় বলেছিলেন, এটি দিনে ব্যবহারকারীদের ৩.৫ মিলিয়ন সেকেন্ড বাঁচিয়ে দেবে।

এ সুবিধাটি মূলত ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য। কিন্তু এখন মোবাইলেই মানুষ ইন্টারনেট বেশি ব্যবহার করছে। তাই ডেস্কটপে চালুকৃত এ বিশেষ সুবিধাটি সরিয়ে দিয়ে সব ডিভাইসে কীভাবে সার্চিংয়ের বিষয়টি সহজ করা যায় সেদিকে মনোযোগ দিতে চায় গুগল। এজন্যই ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : বিজনেস ইনসাইডার