২০০ কোটি টাকার অনিয়ম: সাউথ বাংলা ব্যাংকের ৩ কর্মকর্তাকে তলব !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২১:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে ২০০ কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির তিন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ প্রদানে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ওই অভিযোগ উঠেছে।

আর ওই অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির বাগেরহাট শাখার তিন কর্মকর্তাকে আগামী ১২ জুলাই সকাল ৯টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা, সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চত করেছে।

যাদের তলব করা হয়েছে তারা হলেন, সাউথ বাংলা ব্যাংকের অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট  (এভিপি) ও বাগেরহাটের কাটাখালী শাখার হেড  অব ব্রাঞ্চ বিধান কুমার সাহা, কাটাখালী শাখার ম্যানেজার অপারেশন আশরাফুল ইসলাম ও সিনিয়র অফিসার অরুপ কুমার সাহা।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২০০ কোটি টাকা ঋণ প্রদানের অভিযোগ উঠেছে। মেসার্স আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এক্সপোর্ট লিমিটেডের নামে প্রায় ৩৩ কোটি টাকার অনিশ্চিত শ্রেণিকরণ ঋণ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-বহির্ভূতভাবে আরো ২০০ কোটি টাকা ঋণ প্রদান করেছেন।  কমিশন থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর জুন মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে  অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ট্যাগস :

২০০ কোটি টাকার অনিয়ম: সাউথ বাংলা ব্যাংকের ৩ কর্মকর্তাকে তলব !

আপডেট সময় : ১১:২১:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে ২০০ কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির তিন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ প্রদানে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ওই অভিযোগ উঠেছে।

আর ওই অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির বাগেরহাট শাখার তিন কর্মকর্তাকে আগামী ১২ জুলাই সকাল ৯টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা, সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চত করেছে।

যাদের তলব করা হয়েছে তারা হলেন, সাউথ বাংলা ব্যাংকের অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট  (এভিপি) ও বাগেরহাটের কাটাখালী শাখার হেড  অব ব্রাঞ্চ বিধান কুমার সাহা, কাটাখালী শাখার ম্যানেজার অপারেশন আশরাফুল ইসলাম ও সিনিয়র অফিসার অরুপ কুমার সাহা।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২০০ কোটি টাকা ঋণ প্রদানের অভিযোগ উঠেছে। মেসার্স আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এক্সপোর্ট লিমিটেডের নামে প্রায় ৩৩ কোটি টাকার অনিশ্চিত শ্রেণিকরণ ঋণ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-বহির্ভূতভাবে আরো ২০০ কোটি টাকা ঋণ প্রদান করেছেন।  কমিশন থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর জুন মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে  অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।