শিরোনাম :
Logo আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা শ্রমিকদের সাথে শ্রম আইন বাস্তবায়ন করা হোক Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু Logo পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় লিফট বিভ্রাট, ভোগান্তিতে পরীক্ষার্থীরা Logo ইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন Logo মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচারের সময় ভারতীয় মানবপাচারকারী আটক Logo অক্টোবর থেকে এমপিও শিক্ষকদের বদলি শুরু Logo আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ Logo নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘাতে ভারত-পাকিস্তান Logo ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে Logo আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে শ্রমিক সমাবেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১০:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টায় ফকিরহাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এস কে স্বাধীন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপদেষ্টা সদস্য শেখ আবুল আলা মাসুমসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বহু শ্রমিক এখনও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাই এই দিবসের তাৎপর্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা আরও বলেন, ইসলাম শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই সকলের উচিত শ্রমিকদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা।

সমাবেশে অংশগ্রহণকারী অনেক শ্রমিক তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা প্রকাশ করেন। কেউ কেউ অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও সঠিক মজুরি পান না এবং কর্মস্থলে নিরাপত্তার অভাব রয়েছে। তারা বলেন, এই ধরনের কর্মসূচি তাদের দাবিগুলো প্রকাশ করার সুযোগ করে দেয় এবং সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার প্রেরণা জোগায়।

আয়োজকেরা জানান, মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতীক। তাই এ ধরনের উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।

ট্যাগস :

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা শ্রমিকদের সাথে শ্রম আইন বাস্তবায়ন করা হোক

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে শ্রমিক সমাবেশ

আপডেট সময় : ০৯:১০:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ মে ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টায় ফকিরহাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এস কে স্বাধীন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপদেষ্টা সদস্য শেখ আবুল আলা মাসুমসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বহু শ্রমিক এখনও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাই এই দিবসের তাৎপর্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা আরও বলেন, ইসলাম শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই সকলের উচিত শ্রমিকদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা।

সমাবেশে অংশগ্রহণকারী অনেক শ্রমিক তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা প্রকাশ করেন। কেউ কেউ অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও সঠিক মজুরি পান না এবং কর্মস্থলে নিরাপত্তার অভাব রয়েছে। তারা বলেন, এই ধরনের কর্মসূচি তাদের দাবিগুলো প্রকাশ করার সুযোগ করে দেয় এবং সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার প্রেরণা জোগায়।

আয়োজকেরা জানান, মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতীক। তাই এ ধরনের উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।