বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আগামী অক্টোবর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে।
মাউশির উপপরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।
তিনি আরো বলেন, আমাদের পরিকল্পনা হলো— মে থেকে জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা। সে পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বছরের ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।