বছর খানেক আগে জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়া। কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়েন ইসমাইল। ওই দেশে অবৈধ থাকায় কষ্টে কাটান তিনি। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছন ইসমাইল। অবৈধ থাকায় উন্নত চিকিৎসা করাতে পারছেন কেউ। পরিবারের দরিদ্রতার কারনে আর্থিক সংকট থাকায় দেশে আনতেও পারছেন না তার পরিবার। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের পাটোয়ারী বাড়ির হতদরিদ্র পরিবারের সন্তান ইসমাইল হোসেনের কথা।
জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা কাটাতে ঋন করে ছেলে ইসমাইলকে মালয়েশিয়া পাঠান তার পরিবার। কিন্তু সেখানে দালালের খপ্পরে পরে নিঃস্ব হয়ে যায় সে। তাছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ছেলের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৮ লক্ষ টাকা। যা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অপর দিকে টাকার জন্য ইসমাইলকে দেশে আনতেও পারছেন তার পরিবার। মালয়েশিয়া থেকে ইসমাইলকে দেশে আনতে সরকার সহ সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন তার পরিবার। বর্তমানে ইসমাইলের স্ত্রী,২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
ইসমাইলের বাবা সুরুজ মিয়া ও মা খোরশেদা বেগম বলেন, আমাদের ছেলেকে ঋন করে বিদেশে পাঠিয়েছি। ছেলের এমন অবস্থা দেখে আমরা কিছুই করতে পারছি না। তাই ছেলেকে উন্নত চিকিৎসা ও দেশে আনতে সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করছি।
কেউ আর্থিক সহযোগিতা করতে চাইলে এই নাম্বারে ০১৬৩০৩২৭১৮৩ ও ০১৩২৫০৪২৬১৬ যোগাযোগ করার আহ্বান করা গেল
ছবি: মালয়েশিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইসমাইলকে দেশে আনতে পরিবারের আকুতি, ইনসেটে ইসমাইল হোসেন।