কালীগঞ্জে র‌্যাব ৬ কতৃক সাড়ে ৩ হাজার পিচ ইয়াবা ও ৩’শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রাম থেকে বিপুল পরিমান পরিমান মাদকদ্রব্যসহ সজল হোসেন (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে ইমন (২৫) নামের ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৬। সজল হোসেন ওই গ্রামের ঝান্টু মিয়ার ছেলে ও ইমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বুধবার সকালে তাদের আটক করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে মাদক বেচা-কেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সজল ও ইমন নামের দুই চাচাতো ভাইকে আটক করে। এ সময় তাদের স্বীকারোক্তিতে ওই এলাকা থেকে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ও তিনশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী সজল ও সাজ্জাদ ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

কালীগঞ্জে র‌্যাব ৬ কতৃক সাড়ে ৩ হাজার পিচ ইয়াবা ও ৩’শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রাম থেকে বিপুল পরিমান পরিমান মাদকদ্রব্যসহ সজল হোসেন (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে ইমন (২৫) নামের ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৬। সজল হোসেন ওই গ্রামের ঝান্টু মিয়ার ছেলে ও ইমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বুধবার সকালে তাদের আটক করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে মাদক বেচা-কেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সজল ও ইমন নামের দুই চাচাতো ভাইকে আটক করে। এ সময় তাদের স্বীকারোক্তিতে ওই এলাকা থেকে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ও তিনশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী সজল ও সাজ্জাদ ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।