আইফোন টিক অ্যাপল স্টোরের বাইরেও !

  • আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্মার্টফোন জগতে এক অবিস্মরণীয় নাম অ্যাপল। যুক্তরাষ্ট্র ভিত্তিক এ টেক জায়ান্টের আইফোন নিজেদের অ্যাপল স্টোর ছাড়া মেরামত করা যায় না। তবে আইফোন ব্যবহারকারীদের ছোট্ট একটা সুখবর হলো এখন থেকে অন্যত্রও আইফোন মেরামত করা যাবে।

তবে এটি শুধু আইফোনের স্ক্রিন ভেঙে গেলে। এর জন্য গ্রাহকরা থার্ড পার্টি শপগুলো থেকে তা মেরামত করিয়ে নিতে পারবেন। অ্যাপল তার মালিকানায় থাকা স্ক্রিন মেরামত মেশিন ‘হরিজন’ থার্ড পার্টি সেন্টারগুলেতে বিক্রি করবে। তাই এখন থেকে আর গ্রাহকদেরকে অ্যাপেলের রিটেইল শপগুলোতে লম্বা লাইনে সময় নষ্ট করতে হবে না।

এতোদিন অ্যান্ড্রয়েড ফোন মেরামতের ক্ষেত্রেই শুধু থার্ড পার্টি শপগুলো ব্যবহার করা যেত। কিন্তু আইফোন মেরামত করতে হলে তা অ্যাপলের কাছে পাঠাতে হতো নয়তো স্থানীয় অ্যাপল স্টোরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তা ঠিক করতে হতো।

এখন অ্যাপলের অনুমোদন নেই এমন দোকান থেকেও ফোন মেরামত করা যাবে। ২০১৭ সালের শেষ নাগাদ ২৫টি দেশে অ্যাপল অনুমোদিত ৪০০টি থার্ড পার্টি সেন্টারে অাইফোনের ভাঙা গ্লাস মেরামত করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইফোন টিক অ্যাপল স্টোরের বাইরেও !

আপডেট সময় : ১২:৪৫:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

স্মার্টফোন জগতে এক অবিস্মরণীয় নাম অ্যাপল। যুক্তরাষ্ট্র ভিত্তিক এ টেক জায়ান্টের আইফোন নিজেদের অ্যাপল স্টোর ছাড়া মেরামত করা যায় না। তবে আইফোন ব্যবহারকারীদের ছোট্ট একটা সুখবর হলো এখন থেকে অন্যত্রও আইফোন মেরামত করা যাবে।

তবে এটি শুধু আইফোনের স্ক্রিন ভেঙে গেলে। এর জন্য গ্রাহকরা থার্ড পার্টি শপগুলো থেকে তা মেরামত করিয়ে নিতে পারবেন। অ্যাপল তার মালিকানায় থাকা স্ক্রিন মেরামত মেশিন ‘হরিজন’ থার্ড পার্টি সেন্টারগুলেতে বিক্রি করবে। তাই এখন থেকে আর গ্রাহকদেরকে অ্যাপেলের রিটেইল শপগুলোতে লম্বা লাইনে সময় নষ্ট করতে হবে না।

এতোদিন অ্যান্ড্রয়েড ফোন মেরামতের ক্ষেত্রেই শুধু থার্ড পার্টি শপগুলো ব্যবহার করা যেত। কিন্তু আইফোন মেরামত করতে হলে তা অ্যাপলের কাছে পাঠাতে হতো নয়তো স্থানীয় অ্যাপল স্টোরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তা ঠিক করতে হতো।

এখন অ্যাপলের অনুমোদন নেই এমন দোকান থেকেও ফোন মেরামত করা যাবে। ২০১৭ সালের শেষ নাগাদ ২৫টি দেশে অ্যাপল অনুমোদিত ৪০০টি থার্ড পার্টি সেন্টারে অাইফোনের ভাঙা গ্লাস মেরামত করা যাবে।