শিরোনাম :

জাপাসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে এনসিপি নেতার আইনি নোটিশ

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে নির্বাচন কমিশন-ইসিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে এসব দলকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৯ মে) এনসিপি কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এই নোটিশ পাঠান। আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোটের শরীক দলগুলো হলো, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে।

এর আগে জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানায় ‘জুলাই ঐক্য’। গত (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের দাবি, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানায় সংগঠনটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পায়ে হেঁটে রাবি রোভার স্কাউট-এর ১৫০ কিলোমিটার পরিভ্রমণ যাত্রা

জাপাসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে এনসিপি নেতার আইনি নোটিশ

আপডেট সময় : ১২:২২:৪১ অপরাহ্ণ, সোমবার, ১৯ মে ২০২৫

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে নির্বাচন কমিশন-ইসিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে এসব দলকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৯ মে) এনসিপি কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এই নোটিশ পাঠান। আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোটের শরীক দলগুলো হলো, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে।

এর আগে জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানায় ‘জুলাই ঐক্য’। গত (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের দাবি, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানায় সংগঠনটি।