শিরোনাম :
Logo শেরপুরে মহারশি নদীর বাধে ফাটল ও ভাঙন; উদ্ধিগ্ন স্থানীয়রা Logo রাবির আইন অনুষদে ‘সাংবিধানিক অধিকার ও প্রতিকার’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo ইবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত Logo সমাজ ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে মানসুর আহমদ সাকী Logo ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে উদ্ভাবনী বিজ্ঞান উৎসব Logo জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি ও সাজেদুল Logo নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে, বললেন মির্জা ফখরুল Logo ড. ইউনূসকে বিতর্কিত করবেন না, এখনই নির্বাচন দিন Logo কেউ কম মূল্যে পণ্য বিক্রি করলেও তদারকি দরকার: বাণিজ্য উপদেষ্টা Logo বৃষ্টিতে ভিজেই শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

হোয়াটসঅ্যাপে পছন্দের তিন বন্ধুকে ‘পিন’ করে রাখুন !

  • আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হোয়াটসঅ্যাপে হয়তো আপনার শতাধিক বন্ধুর আনাগোনা রয়েছে। কিন্তু সবার সঙ্গে তো আর বন্ধুত্বটা সমান নয়। কারও সঙ্গে ঘণ্টায় ডজন ডজন মেসেজ চালাচালি হয়। কারও আবার খোঁজ পড়ে পয়লা বৈশাখ বা বিশেষ শুভেচ্ছা জানাতে। কিন্তু হাজার মেসেজের ভিড়ে মাঝেমধ্যেই হারিয়ে যান কাছের ও পছন্দের বন্ধুরা। তালিকায় বেশ খানিকটা নীচেও চলে যান অনেক সময়। দরকারের সময় প্রিয় বন্ধুকে ‘হাতের কাছে’ না পেয়ে অনেক সময়ই বিরক্ত হই আমরা। এ বার এই সমস্যারই সমাধান করবে হোয়াটস্‌অ্যাপের নতুন আপডেট।

জানা গেছে, নতুন ভার্সানে থাকবে এমন একটি অপশন যেখানে আপনার পছন্দের প্রথম তিন বন্ধুকে বেছে নিতে পারবেন আপনি। সেই তিন বন্ধুকে ‘পিন টু টপ’ করলেই কেল্লা ফতে! অর্থাৎ চ্যাটের তালিকার এক্কেবারে প্রথমে জ্বলজ্বল করবে প্রিয় তিন বন্ধুর নাম। এতে প্রয়োজনের সময় চট করেই মেসেজ করতে পারবেন তাঁদের। অন্য চ্যাট থেকে মেসেজ আসলেও কখনওই তালিকার নীচে নামবে না ওই তিন জনের নাম। তবে তিনের বেশি বন্ধুর জন্য এই অপশন খাটবে না।
শুধুমাত্র একজন বন্ধুর জন্যই না, চাইলে কোনও গ্রুপও আপনি তালিকার উপরে নিয়ে আসতে পারেন। এর জন্য চ্যাটটি ‘লং প্রেস’ করে রাখলেই ‘পিন’ অপশনটি দেবে। এটি সিলেক্ট করলেই চ্যাটটি চলে আসবে তালিকার প্রথমে।
তবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এখনও এই নতুন ফিচারটি পরীক্ষামূলক স্তরেই রয়েছে। একমাত্র হোয়াটসঅ্যাপে বিটা ভার্সানেই পাওয়া যাবে নতুন এই পরিষেবাটি।

সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মহারশি নদীর বাধে ফাটল ও ভাঙন; উদ্ধিগ্ন স্থানীয়রা

হোয়াটসঅ্যাপে পছন্দের তিন বন্ধুকে ‘পিন’ করে রাখুন !

আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

হোয়াটসঅ্যাপে হয়তো আপনার শতাধিক বন্ধুর আনাগোনা রয়েছে। কিন্তু সবার সঙ্গে তো আর বন্ধুত্বটা সমান নয়। কারও সঙ্গে ঘণ্টায় ডজন ডজন মেসেজ চালাচালি হয়। কারও আবার খোঁজ পড়ে পয়লা বৈশাখ বা বিশেষ শুভেচ্ছা জানাতে। কিন্তু হাজার মেসেজের ভিড়ে মাঝেমধ্যেই হারিয়ে যান কাছের ও পছন্দের বন্ধুরা। তালিকায় বেশ খানিকটা নীচেও চলে যান অনেক সময়। দরকারের সময় প্রিয় বন্ধুকে ‘হাতের কাছে’ না পেয়ে অনেক সময়ই বিরক্ত হই আমরা। এ বার এই সমস্যারই সমাধান করবে হোয়াটস্‌অ্যাপের নতুন আপডেট।

জানা গেছে, নতুন ভার্সানে থাকবে এমন একটি অপশন যেখানে আপনার পছন্দের প্রথম তিন বন্ধুকে বেছে নিতে পারবেন আপনি। সেই তিন বন্ধুকে ‘পিন টু টপ’ করলেই কেল্লা ফতে! অর্থাৎ চ্যাটের তালিকার এক্কেবারে প্রথমে জ্বলজ্বল করবে প্রিয় তিন বন্ধুর নাম। এতে প্রয়োজনের সময় চট করেই মেসেজ করতে পারবেন তাঁদের। অন্য চ্যাট থেকে মেসেজ আসলেও কখনওই তালিকার নীচে নামবে না ওই তিন জনের নাম। তবে তিনের বেশি বন্ধুর জন্য এই অপশন খাটবে না।
শুধুমাত্র একজন বন্ধুর জন্যই না, চাইলে কোনও গ্রুপও আপনি তালিকার উপরে নিয়ে আসতে পারেন। এর জন্য চ্যাটটি ‘লং প্রেস’ করে রাখলেই ‘পিন’ অপশনটি দেবে। এটি সিলেক্ট করলেই চ্যাটটি চলে আসবে তালিকার প্রথমে।
তবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এখনও এই নতুন ফিচারটি পরীক্ষামূলক স্তরেই রয়েছে। একমাত্র হোয়াটসঅ্যাপে বিটা ভার্সানেই পাওয়া যাবে নতুন এই পরিষেবাটি।

সূত্র: আনন্দবাজার।