জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোরশেদ আলম রনি ও সাধারণ সম্পাদক সাজেদুল করিম।
সোমবার (১৯ মে) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা কল্যাণ পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি সাকেরুল ইসলাম, ইব্রাহিম জনি, আবিদুল হক রাহাত, মো: আবদুল্লাহ, এস এম সাকিব, দপ্তর সম্পাদক রায়েদ মোহাম্মদ খোকা ও অর্থ সম্পাদক হিসেবে হাসান মাহমুদ সাকিব মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মোরশেদ আলম রনি বলেন, ‘আমরা কক্সবাজার জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও প্রয়োজনে পাশে থাকতে চাই। এই সংগঠনকে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করব।’
সাধারণ সম্পাদক সাজেদুল করিম বলেন, ‘এই দায়িত্ব আমাদের কাছে গর্বের। জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য,জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। এছাড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি প্রতিবছর নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।