চামড়া খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)। এ খাতকে এগিয়ে নিতে সিইটিপি সংস্কার দরকার। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এলডিসি-পরবর্তী যুগে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি: চামড়া খাতের কৌশল” সেমিনারে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এছাড়া চামড়া খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ইকোসিস্টেম উন্নয়নে জোর তাগিদ দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, আধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকা এবং ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতা এই খাতকে কাঙ্ক্ষিত গতিতে এগোতে দিচ্ছে না।
বক্তারা বলেন, দেশের চামড়া খাতে একটি কার্যকর ও টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা গেলে এবং বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে।