চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়ায় রিয়াদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে এঘটনা ঘটে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
নিহত রিয়াদ হোসেন উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার জিয়াউর রহমান কাজীর ছেলে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, প্রতিবেশি মৃত. বাইতুল্লাহর ছেলে হযরত আলীর (৩০) সঙ্গে কোন কারণে রিয়াদকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
রিয়াদের দাদা বলেন, হযরত আলীর সঙ্গে রিয়াদের বাবার বিরোধের জেরে এই এ ঘটনা ঘটেছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বলেন, ১৩ বছর বয়সী একটি শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছি। ঘটনাস্থলে ওসি স্যার আছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন।