শিরোনাম :
Logo জামালপুর জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে কলেজ আহ্বায়ককে মারধরের অভিযোগ Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি নেতা বিদ্যালয়ের খেলার মাঠ ট্রাক্টর দিয়ে হালচাষ করলেন Logo অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন-শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল Logo বাজেট বৃদ্ধি না হলে ‘লং মার্চ টু যমুনা’র হুঁশিয়ারি জবি ছাত্র-শিক্ষকদের Logo সেভেন সিস্টার্সসহ নেপাল-ভুটানের সঙ্গে যৌথ উন্নয়ন কৌশলের আহ্বান Logo নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে জরুরি বৈঠকে ইসি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি Logo ববি উপাচার্যকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম Logo চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন, বললেন প্রধান উপদেষ্টা Logo জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কন্ঠে গাইলেন রাবি শিক্ষার্থীরা

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন-শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন স্বপ্নবিলাসী শিক্ষার্থীরা। মেধার স্বাক্ষর রেখেও অনেকেই ভর্তি হতে পারছেন না শুধুমাত্র টাকার অভাবে। তবে সেই হতাশার দেয়াল ভেঙে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন একদল মানবিক মানুষ—তাদেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।

সম্প্রতি নীলফামারি জেলার মেধাবী শিক্ষার্থী মোঃ শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম হয়ে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থ সংকটে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে বসেছিল। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন ছাত্রদল নেতা রবিউল আউয়াল। ভর্তি ফি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেন তিনি।
এ বিষয়ে রবিউল আউয়াল বলেন, “সবার জন্য শিক্ষা—এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের ভাই-বোনদের যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ বন্ধ না হয়, সে লক্ষ্যেই ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থী বান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।”

উল্লেখ্য, এর আগেও আরও ৫ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে সহায়তা করেছেন এই ছাত্রদল নেতা। তার এ ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শফিক ইসলাম বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। আমার মতো অনেকেরই এমন সহায়তা প্রয়োজন। যারা পাশে দাঁড়ান, তারাই সত্যিকার অর্থে সমাজের নায়ক।”

শিক্ষা একটি মৌলিক অধিকার—এই বার্তা ছড়িয়ে দিতে ছাত্রদলের এমন মানবিক ভূমিকা নিঃসন্দেহে একটি উদাহরণ হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে কলেজ আহ্বায়ককে মারধরের অভিযোগ

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন-শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

আপডেট সময় : ০৯:৩৬:১২ অপরাহ্ণ, সোমবার, ১২ মে ২০২৫

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন স্বপ্নবিলাসী শিক্ষার্থীরা। মেধার স্বাক্ষর রেখেও অনেকেই ভর্তি হতে পারছেন না শুধুমাত্র টাকার অভাবে। তবে সেই হতাশার দেয়াল ভেঙে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন একদল মানবিক মানুষ—তাদেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।

সম্প্রতি নীলফামারি জেলার মেধাবী শিক্ষার্থী মোঃ শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম হয়ে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থ সংকটে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে বসেছিল। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন ছাত্রদল নেতা রবিউল আউয়াল। ভর্তি ফি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেন তিনি।
এ বিষয়ে রবিউল আউয়াল বলেন, “সবার জন্য শিক্ষা—এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের ভাই-বোনদের যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ বন্ধ না হয়, সে লক্ষ্যেই ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থী বান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।”

উল্লেখ্য, এর আগেও আরও ৫ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে সহায়তা করেছেন এই ছাত্রদল নেতা। তার এ ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শফিক ইসলাম বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। আমার মতো অনেকেরই এমন সহায়তা প্রয়োজন। যারা পাশে দাঁড়ান, তারাই সত্যিকার অর্থে সমাজের নায়ক।”

শিক্ষা একটি মৌলিক অধিকার—এই বার্তা ছড়িয়ে দিতে ছাত্রদলের এমন মানবিক ভূমিকা নিঃসন্দেহে একটি উদাহরণ হয়ে উঠেছে।