স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।
রবিবার (১১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন ও অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হবে বেলা ১২ টায়। ‘ডি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ ২২৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ করবেন বলে ক্যাম্পাস সূত্রে জানা যায়।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত আছে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান আছে।