পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো নীলগাই।

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে বিরল প্রজাতির একটি নীলগাই। সরকারপাড়া গ্রামে একটি ভূট্টা ক্ষেতের পাশে রোদে মরিচ শুকানোর সময় নীলগাইটিকে দেখতে পায় স্থানীয় কিছু নারী। তাদের চিৎকারে লোকজন ছুটে আসলে নীলগাইটি দৌড়ে পালাতে গিয়ে ভূট্টা ক্ষেতে ঢুকে পড়ে। সেখান থেকেই তাকে আটক করে গ্রামবাসী।

আজ রোববার (১১মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ফকিরের হাট সরকার পাড়া গ্রামে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকার সময় প্রাণীটিকে দেখার পর ধাওয়া করে সেটিকে আটক করেন গ্রামবাসী।

গ্রামবাসীরা জানান, প্রথমে হরিণ মনে করলেও বিরল প্রজাতির এ প্রাণীটি দেখে তারা প্রথমে ভয় পেয়ে যান। পরে সেটিকে আটক করার পর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেন। গ্রামবাসীরা আরো জানান, আটকের সময় প্রাণীটির সারা শরীরে তারা বেশ কিছু ক্ষতচিহ্ন দেখতে পান এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিলো।
গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর বলেন, কয়েক মাস আগেও পঞ্চগড়ে নীল গাই ধরা পড়েছিল, কিছু মহিলা প্রথমে হরিণ মনে করেছিলো। আমরা এলাকাবাসী সবাই মিলে দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়।

পরে খবর পেয়ে বণ বিভাগের লোকজন গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রাণীসম্পদ বিভাগের সহায়তায় তার চিকিৎসা ও পরিচর্যার ব্যাবস্থা করেন। প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে রেজাউল করিম জানান, প্রাণীটির শরীরের কিছু কিছু ক্ষত বেশ গভীর হয়েছে , এবং শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রিরও বেশি। আপাতত তার চিকিৎসা, পরিচর্যা ও পর্যবেক্ষন চলছে। দু-তিন দিনের মধ্যে প্রাণীটি সুস্থ হয়ে যাবে বলেও আশা করছেন তারা। এদিকে বণবিভাগের পক্ষ থেকে জয়নুল আবেদীন, বণ বিভাগ, পঞ্চগড় তিনি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সীমানা অতিক্রমের সময় তারকাটায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে ফিরছিলো নীলগাইটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গেলে পরবর্তী ব্যাবস্থা নেবেন বলে জানান।

ট্যাগস :

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো নীলগাই।

আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে বিরল প্রজাতির একটি নীলগাই। সরকারপাড়া গ্রামে একটি ভূট্টা ক্ষেতের পাশে রোদে মরিচ শুকানোর সময় নীলগাইটিকে দেখতে পায় স্থানীয় কিছু নারী। তাদের চিৎকারে লোকজন ছুটে আসলে নীলগাইটি দৌড়ে পালাতে গিয়ে ভূট্টা ক্ষেতে ঢুকে পড়ে। সেখান থেকেই তাকে আটক করে গ্রামবাসী।

আজ রোববার (১১মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ফকিরের হাট সরকার পাড়া গ্রামে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকার সময় প্রাণীটিকে দেখার পর ধাওয়া করে সেটিকে আটক করেন গ্রামবাসী।

গ্রামবাসীরা জানান, প্রথমে হরিণ মনে করলেও বিরল প্রজাতির এ প্রাণীটি দেখে তারা প্রথমে ভয় পেয়ে যান। পরে সেটিকে আটক করার পর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেন। গ্রামবাসীরা আরো জানান, আটকের সময় প্রাণীটির সারা শরীরে তারা বেশ কিছু ক্ষতচিহ্ন দেখতে পান এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিলো।
গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর বলেন, কয়েক মাস আগেও পঞ্চগড়ে নীল গাই ধরা পড়েছিল, কিছু মহিলা প্রথমে হরিণ মনে করেছিলো। আমরা এলাকাবাসী সবাই মিলে দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়।

পরে খবর পেয়ে বণ বিভাগের লোকজন গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রাণীসম্পদ বিভাগের সহায়তায় তার চিকিৎসা ও পরিচর্যার ব্যাবস্থা করেন। প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে রেজাউল করিম জানান, প্রাণীটির শরীরের কিছু কিছু ক্ষত বেশ গভীর হয়েছে , এবং শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রিরও বেশি। আপাতত তার চিকিৎসা, পরিচর্যা ও পর্যবেক্ষন চলছে। দু-তিন দিনের মধ্যে প্রাণীটি সুস্থ হয়ে যাবে বলেও আশা করছেন তারা। এদিকে বণবিভাগের পক্ষ থেকে জয়নুল আবেদীন, বণ বিভাগ, পঞ্চগড় তিনি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সীমানা অতিক্রমের সময় তারকাটায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে ফিরছিলো নীলগাইটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গেলে পরবর্তী ব্যাবস্থা নেবেন বলে জানান।