শিরোনাম :
Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো নীলগাই।

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে বিরল প্রজাতির একটি নীলগাই। সরকারপাড়া গ্রামে একটি ভূট্টা ক্ষেতের পাশে রোদে মরিচ শুকানোর সময় নীলগাইটিকে দেখতে পায় স্থানীয় কিছু নারী। তাদের চিৎকারে লোকজন ছুটে আসলে নীলগাইটি দৌড়ে পালাতে গিয়ে ভূট্টা ক্ষেতে ঢুকে পড়ে। সেখান থেকেই তাকে আটক করে গ্রামবাসী।

আজ রোববার (১১মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ফকিরের হাট সরকার পাড়া গ্রামে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকার সময় প্রাণীটিকে দেখার পর ধাওয়া করে সেটিকে আটক করেন গ্রামবাসী।

গ্রামবাসীরা জানান, প্রথমে হরিণ মনে করলেও বিরল প্রজাতির এ প্রাণীটি দেখে তারা প্রথমে ভয় পেয়ে যান। পরে সেটিকে আটক করার পর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেন। গ্রামবাসীরা আরো জানান, আটকের সময় প্রাণীটির সারা শরীরে তারা বেশ কিছু ক্ষতচিহ্ন দেখতে পান এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিলো।
গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর বলেন, কয়েক মাস আগেও পঞ্চগড়ে নীল গাই ধরা পড়েছিল, কিছু মহিলা প্রথমে হরিণ মনে করেছিলো। আমরা এলাকাবাসী সবাই মিলে দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়।

পরে খবর পেয়ে বণ বিভাগের লোকজন গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রাণীসম্পদ বিভাগের সহায়তায় তার চিকিৎসা ও পরিচর্যার ব্যাবস্থা করেন। প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে রেজাউল করিম জানান, প্রাণীটির শরীরের কিছু কিছু ক্ষত বেশ গভীর হয়েছে , এবং শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রিরও বেশি। আপাতত তার চিকিৎসা, পরিচর্যা ও পর্যবেক্ষন চলছে। দু-তিন দিনের মধ্যে প্রাণীটি সুস্থ হয়ে যাবে বলেও আশা করছেন তারা। এদিকে বণবিভাগের পক্ষ থেকে জয়নুল আবেদীন, বণ বিভাগ, পঞ্চগড় তিনি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সীমানা অতিক্রমের সময় তারকাটায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে ফিরছিলো নীলগাইটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গেলে পরবর্তী ব্যাবস্থা নেবেন বলে জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো নীলগাই।

আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে বিরল প্রজাতির একটি নীলগাই। সরকারপাড়া গ্রামে একটি ভূট্টা ক্ষেতের পাশে রোদে মরিচ শুকানোর সময় নীলগাইটিকে দেখতে পায় স্থানীয় কিছু নারী। তাদের চিৎকারে লোকজন ছুটে আসলে নীলগাইটি দৌড়ে পালাতে গিয়ে ভূট্টা ক্ষেতে ঢুকে পড়ে। সেখান থেকেই তাকে আটক করে গ্রামবাসী।

আজ রোববার (১১মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ফকিরের হাট সরকার পাড়া গ্রামে ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকার সময় প্রাণীটিকে দেখার পর ধাওয়া করে সেটিকে আটক করেন গ্রামবাসী।

গ্রামবাসীরা জানান, প্রথমে হরিণ মনে করলেও বিরল প্রজাতির এ প্রাণীটি দেখে তারা প্রথমে ভয় পেয়ে যান। পরে সেটিকে আটক করার পর প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেন। গ্রামবাসীরা আরো জানান, আটকের সময় প্রাণীটির সারা শরীরে তারা বেশ কিছু ক্ষতচিহ্ন দেখতে পান এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি ছিলো।
গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর বলেন, কয়েক মাস আগেও পঞ্চগড়ে নীল গাই ধরা পড়েছিল, কিছু মহিলা প্রথমে হরিণ মনে করেছিলো। আমরা এলাকাবাসী সবাই মিলে দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়।

পরে খবর পেয়ে বণ বিভাগের লোকজন গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রাণীসম্পদ বিভাগের সহায়তায় তার চিকিৎসা ও পরিচর্যার ব্যাবস্থা করেন। প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে রেজাউল করিম জানান, প্রাণীটির শরীরের কিছু কিছু ক্ষত বেশ গভীর হয়েছে , এবং শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রিরও বেশি। আপাতত তার চিকিৎসা, পরিচর্যা ও পর্যবেক্ষন চলছে। দু-তিন দিনের মধ্যে প্রাণীটি সুস্থ হয়ে যাবে বলেও আশা করছেন তারা। এদিকে বণবিভাগের পক্ষ থেকে জয়নুল আবেদীন, বণ বিভাগ, পঞ্চগড় তিনি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সীমানা অতিক্রমের সময় তারকাটায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে ফিরছিলো নীলগাইটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গেলে পরবর্তী ব্যাবস্থা নেবেন বলে জানান।