চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ রোববার (১১ মে) বেলা ১১ টার দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্ত করা হয়। দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন গোলাম মর্তুজা। সন্দেহজনক হলে জয়নগর ইমিগ্রেশন পুলিশ আটক করে দর্শনা থানায় হস্তান্তর করে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, তার বিরুদ্ধে নাশকতা মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।