পাবিপ্রবি প্রতিনিধি : মোঃ নাফিস সাদিক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন লিফট বিভ্রাটের কারণে পরীক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
২ মে (শুক্রবার) দুপুরে বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা চলাকালে পাবিপ্রবির একাডেমিক ভবন-২–এর লিফট হঠাৎ আটকে যায়। এতে ১২ তলা ভবনে ওঠার সময় কয়েকজন পরীক্ষার্থী মাঝপথেই লিফটে আটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ লিফটের কার্যক্রম বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, টেকনিশিয়ান এবং উপস্থিত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে লিফটের দরজা খুলে বেঞ্চের সহায়তায় পরীক্ষার্থীদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ভুক্তভোগী এক পরীক্ষার্থী জানান, “ভর্তি পরীক্ষার হলে পৌঁছানোর তাড়া ছিল। কিন্তু হঠাৎ লিফট বন্ধ হয়ে যাওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এটি আমার জীবনে প্রথম এমন অভিজ্ঞতা, তাই ভয়ও পেয়েছিলাম। পরে পায়ে হেঁটে ১২ তলায় ওঠা ছিল অত্যন্ত কষ্টকর। এমন পরিস্থিতি একজন পরীক্ষার্থীর মানসিক প্রস্তুতিকে ব্যাহত করতে পারে।”
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্ববিদ্যালয়ের লিফট ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী রিপন আলী জানান, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। একজন কর্মচারী লিফট দিয়ে পানি নেওয়ার সময় কিছু পানি লিফটের সেন্সরে পড়ে যায়, ফলে সেন্সর সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে এবং লিফটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের নিরাপদে নিচে নামিয়ে এনেছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য লিফটের রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, পাবিপ্রবিতে আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।